যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আজ

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৪:০১

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন, জেরুজালেমে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করা হবে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

তবে এএফপির অনুরোধের জবাবে, মুখপাত্র ওমর মানতজুর সোমবার বৈঠকের এজেন্ডা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেননি।

নিরাপত্তা মন্ত্রিসভা আগস্টের শুরুতে গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীর একটি পরিকল্পনা অনুমোদন করে। তবে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও আটক থাকা জিম্মিদের মুক্তির ওপর আলোকপাত করা হবে বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার নেতানিয়াহু গাজার বাকি সকল বন্দীর মুক্তির বিষয়ে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেন।

হামাস মধ্যস্থতাকারীদের দ্বারা উত্থাপিত একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার ক’দিন পর এই নির্দেশ এল। 

যেখানে ইসরাইল কর্তৃক আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে প্রাথমিক ৬০ দিনের মধ্যে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

গাজার বন্দীদের পক্ষে প্রচারণাকারী প্রধান প্রচারণা গোষ্ঠী, হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম, মঙ্গলবার জাতীয় কর্মসূচি দিবসের ডাক দিয়েছে।

গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি জনগণের একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতে চায়। তাদের প্রত্যাবর্তনের জন্য একটি চুক্তি স্বাক্ষরে ইচ্ছাকৃত বিলম্ব জনগণের ইচ্ছা এবং আমাদের মৌলিক মূল্যবোধ, পারস্পরিক দায়িত্ব ও বন্ধুত্বের বিরুদ্ধে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০