পালাতে চেয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো 

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৪:৪৫

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস)  : ব্রাজিলের প্রসিকিউটররা সোমবার সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে পুলিশের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টে তার বিচারের শেষ দিনগুলোর শুনানি চলছে। 

বামপন্থী প্রেসিডেন্টের ওয়ার্কার্স পার্টির ককাসের নেতা ডেপুটি লিন্ডবার্গ বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিল থেকে ‘পলায়নের সুনির্দিষ্ট ঝুঁকি’ রয়েছে বলে অভিযোগ করেন।

ব্রাসিলিয়া থেকে এএফপি এ খবর জানায়।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারো। পরে তাঁর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে মামলা হয়।

সুপ্রিম কোর্টে পাঠানো এক নোটে, প্রসিকিউটররা পুলিশকে ‘পূর্ববর্তী নিষেধাজ্ঞার অধীনে থাকা সাবেক নেতার নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের জন্য সার্বক্ষণিক কর্মী নিয়োগের’ আহ্বান জানিয়েছেন।

ফেডারেল পুলিশ সম্প্রতি প্রকাশ করেছে যে বলসোনারো বারবার আদালতের যোগাযোগ বিধিনিষেধ লঙ্ঘন করেছেন। জব্দ করা একটি মোবাইল ফোনের বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে জানান, তিনি অন্যান্য বিচারের আসামীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সাও পাওলো ও রিও ডি জেনিরোতে সমর্থকদের বিক্ষোভের ৩০০ টি ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন।

পুলিশ আরও জানান, তারা ৩৩ পৃষ্ঠার একটি নথি পেয়েছে যাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের কাছে ‘রাজনৈতিক আশ্রয়ের অনুরোধের’ খসড়া রয়েছে, যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান তদন্ত শুরু হওয়ার ক’দিন পরে লেখা হয়েছিল।

বলসোনারোর পক্ষের আইনজীবিরা জানান, ‘আর্জেন্টিনার  প্রেসিডেন্টের কাছে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একটি খসড়া আশ্রয়ের অনুরোধকে পালানোর প্রমাণ হিসেবে বিবেচনা করা যাবে না। সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে এই মামলার রায় দেবে বলে ধারণা করা হচ্ছে।

দোষী সাব্যস্ত হলে বলসোনারোর ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০