ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:২১

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গত সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকের পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ হয়েছিল ১৮ আগস্ট । সে সময় তিনি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার মাঝখানে হঠাৎ করে রুশ নেতাকে ফোন করেন।

পুতিনে সঙ্গে কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি কথা বলেছি।’

সর্বশেষ এই আলোচনা কেমন হয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তার (পুতিন) সঙ্গে আমার প্রতিটি কথোপকথনই ভালো হয়। কিন্তু এরপরই দুঃখজনকভাবে কিয়েভ বা অন্য কোথাও বোমা হামলা হয়, আর এতে আমি খুব ক্ষুব্ধ হই।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে একটি চুক্তি করার লক্ষ্যে ট্রাম্প ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকও করেছিলেন।

১৮ আগস্টের আগের ফোনালাপের পর ট্রাম্প বলেছিলেন, পুতিন জেলেনস্কির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হয়েছেন, কিন্তু এরপর মস্কো জানায় যে এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

কেন পুতিন জেলেনস্কির সঙ্গে সরাসরি দেখা করতে চায় না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ তিনি তাকে পছন্দ করেন না।’

তবে ট্রাম্প জানান, তিনি এখনও বিশ্বাস করেন যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করা সম্ভব। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা এই যুদ্ধ শেষ করতে পারব।’

জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভবিষ্যতে একটি সমাধানের জন্য মিত্রদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, রুবিও সোমবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটেন, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি যৌথ ফোনালাপে কথা বলেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, মন্ত্রীরা ‘একটি দীর্ঘস্থায়ী আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে সহযোগিতা অব্যাহত রাখার’ ব্যাপারে একমত হয়েছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, যার ডানপন্থি সরকার যুক্তরাষ্ট্র ও অন্য ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করার জন্য কাজ করছে, তিনি আবারও ন্যাটোর যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতির আদলে ইউক্রেনের জন্য নিশ্চয়তা চেয়েছেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিে বলা হয়, তাজানি বলেন, ‘ইউক্রেনের জন্য বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা, বিশেষত ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এবং এর প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেছেন।’

তিনি আরও বলেন, ইতালি স্থল ও সমুদ্রে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত।

গত সপ্তাহে ট্রাম্প জেলেনস্কিকে নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে অস্পষ্টভাবে কিছু অগ্রগতির ইঙ্গিত দিলেও ন্যাটোতে ইউক্রেনের যোগদান নিয়ে তিনি বারবার রাশিয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণার বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা মহড়া 
বগুড়ায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন 
মান্দা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন টেইলর
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী কাল
ভূমি সেবাগ্রহীতাকে সবোর্চ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে: ভূমি সচিব
বরেন্দ্র অঞ্চলে পানির স্তর উন্নত করতে ভূপৃষ্ঠের পানি সংরক্ষণ জরুরি: বিশেষজ্ঞ
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক 
মাদারীপুরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
১০