গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় চীন ‘মর্মাহত’

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:২৯

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): গাজার একটি হাসপাতালে ইসরাইলি হামলায় চীন মর্মাহত হয়েছে। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমরা হতবাক এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। সংঘাতে যে সমস্ত  চিকিৎসা কর্মী ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা মর্মাহত। 

তিনি বলেন, ‘আমরা হতবাক এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আল-জাজিরা সকলেই তাদের নিহত সাংবাদিকদের জন্য গভীর শোক প্রকাশ করে বিবৃতি জারি করেছে। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করবে।

গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী জানা গেছে, গাজায় চলমান যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ। প্রায় দুই বছরের ইসরাইলি হামলায় প্রায় ২শ’ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। 

গুও বলেন, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ। সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতাসহ বেসামরিক নাগরিকদের ক্ষতি করে- চীন এমন সকল কর্মকাণ্ডের নিন্দা করে।

তিনি বলেন, ‘ইসরায়েলের উচিত অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা। এছাড়াও দেশটির মানবিক সরবরাহের প্রবেশ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা, বৃহত্তর মানবিক সংকট রোধ করা ও যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা কমানোর জন্য কাজ করা উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণার বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা মহড়া 
বগুড়ায় আউশ ধানের নমুনা শস্য কর্তন উদ্বোধন 
মান্দা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন টেইলর
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী কাল
ভূমি সেবাগ্রহীতাকে সবোর্চ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে: ভূমি সচিব
বরেন্দ্র অঞ্চলে পানির স্তর উন্নত করতে ভূপৃষ্ঠের পানি সংরক্ষণ জরুরি: বিশেষজ্ঞ
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক 
মাদারীপুরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ
১০