গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় চীন ‘মর্মাহত’

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৬:২৯

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): গাজার একটি হাসপাতালে ইসরাইলি হামলায় চীন মর্মাহত হয়েছে। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমরা হতবাক এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। সংঘাতে যে সমস্ত  চিকিৎসা কর্মী ও সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা মর্মাহত। 

তিনি বলেন, ‘আমরা হতবাক এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আল-জাজিরা সকলেই তাদের নিহত সাংবাদিকদের জন্য গভীর শোক প্রকাশ করে বিবৃতি জারি করেছে। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করবে।

গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী জানা গেছে, গাজায় চলমান যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ। প্রায় দুই বছরের ইসরাইলি হামলায় প্রায় ২শ’ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। 

গুও বলেন, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ। সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতাসহ বেসামরিক নাগরিকদের ক্ষতি করে- চীন এমন সকল কর্মকাণ্ডের নিন্দা করে।

তিনি বলেন, ‘ইসরায়েলের উচিত অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা। এছাড়াও দেশটির মানবিক সরবরাহের প্রবেশ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা, বৃহত্তর মানবিক সংকট রোধ করা ও যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা কমানোর জন্য কাজ করা উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০