সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:০৬

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি হামলায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে আজ মঙ্গলবার ১ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্ক থেকে নিন্দা জানানোর এক দিন পরই নতুন করে ইসরাইলি হামলা হলো। 

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি জোটের নেতৃত্বে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়ে আসছে।

তারা দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা শুরু করেছে।

সরকারি সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে জানায়, সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক যুবক নিহত হয়েছে।

গতকাল সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্শ্ববর্তী বেইত জিনে ইসরাইলি সামরিক অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে,  ইসরাইল ১১টি সামরিক যান ও প্রায় ৬০ জন সৈন্যের একটি বাহিনী মোতায়েন করেছে। তারা হারমন পর্বতের পাদদেশে একটি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরাইলি আক্রমণকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দাও জানিয়েছে সিরিয়া।

অস্ত্র শনাক্ত এবং সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য সিরিয়ার দক্ষিণাঞ্চলে গত সপ্তাহে তারা বেশ কয়েকটি অভিযান চালিয়েছে বলে রোববার জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০