সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:৪৬

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তুরস্কের পরিবহনমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। তুর্কি এক্সিলারেট হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত রোববার পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আঙ্কারার পার্শ্ববর্তী একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকসঙ্গীত ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার কিছু অংশ শুনতে দেখা যায়।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে গাড়ির গতি স্পিডো মিটারে দেখা যায়। তুরস্কের মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ১৪০ কিলোমিটার হলেও মন্ত্রীর গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।

কয়েক ঘণ্টা পর ভিডিওটি আবারো পোস্ট করে মন্ত্রী উরালোগলু জানান, গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোয় তিনি জরিমানা গুনেছেন।

তার দাবি, ‘আমি আঙ্কারা-নিগদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম। এ সময় অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে দিয়েছি।’

তিনি জরিমানার চালানের একটি কপিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা জরিমানা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এখন থেকে আমি অনেক বেশি সতর্ক থাকব। নির্দিষ্ট গতিসীমার মধ্যে চলা সবার জন্যই বাধ্যতামূলক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০