সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:৪৬

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তুরস্কের পরিবহনমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। তুর্কি এক্সিলারেট হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত রোববার পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আঙ্কারার পার্শ্ববর্তী একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকসঙ্গীত ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার কিছু অংশ শুনতে দেখা যায়।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে গাড়ির গতি স্পিডো মিটারে দেখা যায়। তুরস্কের মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ১৪০ কিলোমিটার হলেও মন্ত্রীর গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।

কয়েক ঘণ্টা পর ভিডিওটি আবারো পোস্ট করে মন্ত্রী উরালোগলু জানান, গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোয় তিনি জরিমানা গুনেছেন।

তার দাবি, ‘আমি আঙ্কারা-নিগদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম। এ সময় অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে দিয়েছি।’

তিনি জরিমানার চালানের একটি কপিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা জরিমানা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এখন থেকে আমি অনেক বেশি সতর্ক থাকব। নির্দিষ্ট গতিসীমার মধ্যে চলা সবার জন্যই বাধ্যতামূলক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০