সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২০:৪৬

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তুরস্কের পরিবহনমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। তুর্কি এক্সিলারেট হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত রোববার পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আঙ্কারার পার্শ্ববর্তী একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকসঙ্গীত ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার কিছু অংশ শুনতে দেখা যায়।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে গাড়ির গতি স্পিডো মিটারে দেখা যায়। তুরস্কের মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ১৪০ কিলোমিটার হলেও মন্ত্রীর গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।

কয়েক ঘণ্টা পর ভিডিওটি আবারো পোস্ট করে মন্ত্রী উরালোগলু জানান, গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোয় তিনি জরিমানা গুনেছেন।

তার দাবি, ‘আমি আঙ্কারা-নিগদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম। এ সময় অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে দিয়েছি।’

তিনি জরিমানার চালানের একটি কপিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা জরিমানা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘এখন থেকে আমি অনেক বেশি সতর্ক থাকব। নির্দিষ্ট গতিসীমার মধ্যে চলা সবার জন্যই বাধ্যতামূলক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০