২ পুলিশকে হত্যার পর অস্ট্রেলিয়ান বন্দুকধারী ‘পলাতক’

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:২৫

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার একদিন পর, বুধবার ৫৬ বছর বয়সী হামলাকারী পালিয়েছে। 

দেশটির পুলিশের বরাত দিয়ে সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হত্যাকারী ‘ভারী অস্ত্রের’ সাহায্যে হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তাদের গুলি করে হত্যা করে। পরের দিন বুধবার সে পালিয়ে যায়।

তারা আরো জানায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি গ্রামাঞ্চলে গতকাল মঙ্গলবার ওই হামলার ঘটনা ঘটে।

পুলিশ রাতভর সেই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করেছে। ওই ব্যক্তিকে তারা ডেজি ফ্রিম্যান হিসেবে শনাক্ত করেছে। স্থানীয় গণমাধ্যম তাকে একজন উগ্র ষড়যন্ত্র তাত্ত্বিক হিসেবে অভিহিত করেছে।

পুলিশ কর্মকর্তারা ভিক্টোরিয়া রাজ্যের উত্তর-পূর্বে অবস্থিত ছোট শহর পোরেপুঙ্কাহে ওই অপরাধস্থল- একটি বাড়ি ও একটি বাসসহ একটি গ্রামকে  ঘিরে রেখেছে।

ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার মাইক বুশ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ভয়াবহ ঘটনার সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক আছেন।’ 

তিনি আরো বলেন, ‘আমি সবাইকে আশ্বস্ত করছি যে, আমরা ওই ব্যক্তির সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে খুঁজে বের করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সে খুবই বিপজ্জনক। সে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে ও আরো একজনকে আহত করেছে।’

বুশ বলেন, আমাদের বিশ্বাস ফ্রিম্যানের কাছে একাধিক ‘শক্তিশালী’ আগ্নেয়াস্ত্র রয়েছে।

পুলিশ প্রধান বলেন, মঙ্গলবার সকালে তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য দশ জন পুলিশ ওই এলাকায় গিয়েছিলেন। তখন গুলিবর্ষণ শুরু হয়।

তিনি আরো বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে সংঘটিত ওই গুলিবর্ষণের ফলে ৫৯ বছর বয়সী একজন গোয়েন্দা এবং ৩৫ বছর বয়সী একজন সিনিয়র কনস্টেবল নিহত হন।’  

গুলিবর্ষণের ফলে এক পুলিশ কর্মকর্তা  আহত হন। আহত অফিসারের অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানান তিনি।

কর্মকর্তাদের ধাওয়া সত্ত্বেও ফ্রিম্যান পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিল আবু সাঈদ : চিফ প্রসিকিউটর
বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় কমিটি গঠন
পটিয়ায় ফুটপাত দখল ও অনুমোদনহীন স্থাপনা নির্মাণের দায়ে জরিমানা
কোচ কোভাচের সাথে চুক্তি নবায়ন করেছে ডর্টমুন্ড
দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই: অ্যাটর্নি জেনারেল
মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার কালু হাওলাদার গ্রেফতার
রাজধানীর জোয়ার সাহারায় মসজিদ ও মন্দিরের জন্যে রেলের জমি বরাদ্দ 
সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারী গ্রেপ্তার  
হত্যাচেষ্টা মামলায় ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে
ডিসেম্বরে শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ : পর্যটন উপদেষ্টা 
১০