ইউক্রেনের খেরসনে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ২

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:২৮

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের কৌশলগত বন্দর নগরী খেরসনে রাশিয়ার হামলায় বুধবার ৮১ বছর বয়সী এক নারী নিহত এবং আরও দুই জন আহত হয়েছে। 

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী ভোরে দক্ষিণাঞ্চলীয় শহরে হামলা শুরু করে।

এতে আরো বলা হয়, রাশিয়ার এই হামলায় ৮১ বছর বয়সী এক নারী নিহত এবং ৫৩ বছর বয়সী আরেকজন আহত হয়েছেন ।

এদিকে দেশটির আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে ড্রোন হামলায় ৫৬ বছর বয়সী একজন পুরুষও আহত হয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসিকিউটররা বলেন, তারা যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছেন।

রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বন্দুকধারী ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। রাশিয়া এখন ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে ফেলেছে। 

খেরসন অঞ্চল রাশিয়ার আক্রমণের একটি মূল লক্ষ্যবস্তু। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০