সুদের হার কমার আশায় নতুন রেকর্ডে নাসডাক

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুদ্রাস্ফীতি অনুকূল থাকায় ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে বিনিয়োগকারীদের এমন আশায় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে প্রযুক্তিভিত্তিক নাসডাক সূচক নতুন রেকর্ড গড়েছে। এছাড়া অন্যান্য প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানায়।

সিএফআরএ রিসার্চের প্রধান বিনিয়োগ কৌশলবিদ স্যাম স্টোভাল বলেন, ‘বিনিয়োগকারীরা মনে করছেন সুদের হার কমতে পারে’।

সোমবার নাসডাক কম্পোজিট সূচক ০.৫ শতাংশ বেড়ে ২১,৭৯৮.৭০ পয়েন্টে পৌঁছায়, যা গত মাসের রেকর্ড অতিক্রম করেছে। 

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.৩ শতাংশ বেড়ে ৪৫,৫১৪.৯৫ পয়েন্টে শেষ হয়।

বিস্তৃত এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২ শতাংশ বেড়ে ৬,৪৯৫.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

শুক্রবারের দুর্বল কর্মসংস্থানের তথ্য সেপ্টেম্বরের শেষের দিকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশাকে আরো বাড়িয়ে দেওয়ার পর, বাজারগুলো এই সপ্তাহের ভোক্তা এবং উৎপাদক মূল্য প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

গত ২৩শে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের জ্যাকসন হোল বৈঠকে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের পর ফেড শীঘ্রই সুদের হার কমাবে বলে প্রত্যাশা বেড়ে যায়।

আগে তিনি বলেছিলেন, দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রার ওপরে মুদ্রাস্ফীতি থাকা সত্ত্বেও শক্তিশালী অর্থনীতির কারণে সুদের হার অপরিবর্তিত রাখা সম্ভব। 

তবে চাকরির বাজার দুর্বল হওয়ায় নীতিনির্ধারকদের মধ্যে সুদের হার কমানোর পক্ষে মত জোরদার হয়েছে।

সিএফআরএ রিসার্চের প্রধান বিনিয়োগ কৌশলবিদ স্যাম স্টোভাল বলেন, আমার মনে হয় ফেড সেপ্টেম্বরেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। 

ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমার একমাত্র প্রশ্ন হল, তারা কি এই বছর একবার, দুবার বা তিনবার সুদের হার কমানো হতে পারে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০