‘নিরাপত্তাজনিত’ কারণে তুরস্ক রবি উইলিয়ামসের কনসার্ট নিষিদ্ধ করেছে

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৪০

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): বেশ কয়েকটি প্রতিবাদ-বিক্ষোভের পর ‘নিরাপত্তাজনিত’ কারণে তুরস্ক কর্তৃপক্ষ আগামীকাল ৭ অক্টোবর ইস্তান্বুলে রবি উইলিয়ামসের একটি কনসার্ট নিষিদ্ধ করেছে। নগরীর গভর্নরের কার্যালয়ের একটি সূত্র রোববার এএফপি’কে একথা জানিয়েছে।

হামাসের নেতৃত্বে ভয়াবহ হামলার বার্ষিকীতে ইসরাইলে এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ আন্দোলনের সূচনা হলে এই কনসার্টটি অনুষ্ঠানের ওপর নিষেধজ্ঞা দেয়া হয়েছে। 

ইস্তান্বুল থেকে এএফপি এ খবর জানিয়েছে।

আয়োজক সংস্থা ‘ইস্তান্বুলের গভর্নরের কার্যালয়ের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে’ কনসার্টটি বাতিলের ঘোষণা দিয়েছে।  সংস্থাটি আরো জানিয়েছে, কেনা টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমে শীঘ্রই ফেরত দেয়া হবে।

এএফপি’র সাথে কথা বলার সময়, গভর্নরের কার্যালয়ের সূত্রটি আরো বিস্তারিত না জানিয়ে ‘নিরাপত্তাজনিত’ কারণের কথা উল্লেখ করেছে।

ব্রিটিশ গায়ক উইলিয়ামস, তার স্ত্রী ইহুদি ফিলিস্তিনিপন্থী কর্মীদের দেশ বয়কটের আহ্বান সত্ত্বেও ২০১৫ এবং ২০২৩ সালে ইসরাইলে পারফর্ম করেছিলেন।

বেশ কয়েকটি এনজিও তুর্কি কর্তৃপক্ষকে ৭ অক্টোবরের কনসার্ট বাতিল করার আহ্বান জানিয়েছে এবং ইসলামিক সলিডারিটি প্ল্যাটফর্মসহ অন্যান্যরা ‘ইহুদিবাদী রবি উইলিয়ামস, তুরস্ক থেকে বেরিয়ে যাও!’ স্লোগান ও বিক্ষোভের পরিকল্পনা করেছিল।

৫১ বছর বয়সী এই ব্যক্তি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেছেন, ‘আমি অত্যন্ত দুঃখিত যে আমি আগামী সপ্তাহে ইস্তাম্বুলে পারফর্ম করতে পারব না’।

তিনি বলেছেন, ‘জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগর কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বাতিল করেছে’।

‘আমি শেষ যা করতে চাই তা হল আমার ভক্তদের নিরাপত্তা বিপন্ন করা - তাদের নিরাপত্তা সবার আগে।’

সেপ্টেম্বরে ফরাসি গায়কের ইসরাইলপন্থী দৃষ্টিভঙ্গির প্রতিবাদে তুর্কি কর্তৃপক্ষ ইস্তাম্বুলে এনরিকো ম্যাকিয়াসের একটি কনসার্ট নিষিদ্ধ করেছিল।

৮৬ বছর বয়সী এই গায়ক সেই সময় এএফপি’কে বলেছিলেন,  তিনি ৬০ বছর ধরে তুরস্কে পারফর্ম করেছেন এবং ‘আমার শ্রোতাদের দেখতে না পেয়ে গভীরভাবে অবাক এবং দুঃখিত, যাদের সাথে আমি সবসময় শান্তি ও ভ্রাতৃত্বের মূল্যবোধ ভাগ করে নিয়েছি’। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০