ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:০১

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস) : সন্দেহজনক বিষক্রিয়ায় তুর্কি-জার্মান এক পরিবারের মা ও দুই শিশুর মৃত্যুর পর ইস্তাম্বুলের একটি হোটেল শনিবার খালি করে দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমের সংবাদে এ তথ্য জানানো হয়।

ইস্তাম্বুল থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ফাতিহ এলাকায় অবস্থিত হোটেলটির নাম প্রকাশ করা হয়নি। দৈনিক বিরগুনের খবরে বলা হয়, সেখানকার সব অতিথিকে অন্য হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মোট কতজন অতিথি ছিলেন, তা উল্লেখ করা হয়নি।

একই হোটেলের আরও দুই পর্যটকের শনিবার বমি ও বমিভাব উপসর্গ দেখা যায়। পরে তাদেরও হাসপাতালে নেওয়া হয়।

গত বুধবার তুর্কি-জার্মান পরিবারটি অসুস্থ হয়ে পড়ে। জানা যায়, তার আগে বসফরাস সেতুর পাদদেশে অবস্থিত ওরতাকয় এলাকায় জনপ্রিয় কয়েকটি স্ট্রিটফুড খেয়েছিলেন তারা।

অসুস্থ হওয়ার পর তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ছয় ও তিন বছর বয়সী দুই শিশু বৃহস্পতিবারই মারা যায়। দেশটির বিচারমন্ত্রী জানান, শিশুদের মা তারও একদিন পর মৃত্যুবরণ করেন।

ইস্তাম্বুলের আঞ্চলিক স্বাস্থ্য প্রধান আবদুল্লাহ এমরে গুনের শুক্রবার এক্স-এ দেওয়া পোস্টে জানান, শিশু দুটির বাবা এখনও ‘সঙ্কটাপন্ন অবস্থায়’ রয়েছেন।

পরিবারটির সদস্যরা কোন ধরনের খাবার খেয়েছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে গণমাধ্যমগুলো।

তবে শনিবার হুরিয়েত অনলাইন জানায়, তদন্তকারীরা জানতে পেরেছেন, খাবারের হোটেলটির নিচতলার একটি কক্ষে সম্প্রতি কীটনাশক স্প্রে করা হয়েছিল ।

পুলিশ ওই হোটেলের এক কর্মী ও দুই পেস্ট কন্ট্রোল কর্মীসহ মোট সাতজনকে আটক করেছে।

পরিবারটি তুরস্কের হলেও স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করত। সম্প্রতি তারা ছুটিতে ইস্তাম্বুলে ঘুরতে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি
নরসিংদীর মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত
টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
খুবিতে অভিবাসন ও উচ্চ শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
সার্বীয় তেল কোম্পানি থেকে রাশিয়ার মালিকানার অবসান ঘটাতে হবে : যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না : জহির উদ্দিন স্বপন
বাউফলে বিএনপি নেতা মুনির হোসেনের গণসংযোগ
১০