
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের একটি কারাগারে গতকাল রোববার ৩১ জন কারা বন্দীর মৃতদেহ পাওয়া গেছে। এদের মধ্যে সকালে সশস্ত্র দাঙ্গায় চারজন, বিকেলে শ্বাসরোধে কমপক্ষে ২৭ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এল ওরো প্রদেশের মাচালা কারাগারে মোট ৩১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে ২৭ জন নিজেরা নিজেদের শ্বাসরোধে জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে, যার ফলে তাদের তাৎক্ষণিক মৃত্যু হয়েছে।’
কর্তৃপক্ষ আরও বলেছে, ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ফরেনসিক মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে তথ্য যাচাই করতে উপস্থিত রয়েছেন।
মাচালার কারাগারের এই হত্যাকাণ্ডটি দক্ষিণ আমেরিকার দেশটিতে কারাগারে অস্থিরতার সর্বশেষ ঘটনা।
ইকুয়েডরের কারাগারগুলো প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
লাভজনক কিন্তু অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে ৫০০ জনেরও বেশি বন্দী নিহত হয়েছে।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাচালার কারাগারে স্থানীয় সময় রাত ৩ টার দিকে (০৮০০ জিএমটি) তে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা কারাগারের দেয়ালের ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ এবং সাহায্যের জন্য চিৎকার শুনতে পান।
কর্তৃপক্ষ জানিয়েছে, এলিট পুলিশ বাহিনী তৎক্ষণাৎ কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, তারা মৃতদের পরিচয় প্রকাশ করেনি এবং সংঘর্ষটি গ্যাংগুলোর মধ্যে নতুন একটি সংঘর্ষ ছিল কি না, তা নিশ্চিত করেনি।
গত সেপ্টেম্বরের শেষের দিকে, মাচালার কারাগারে আরেকটি সশস্ত্র সংঘর্ষে ১৩ জন বন্দী এবং একজন কারা কর্মকর্তা নিহত হন।