খুবি উপাচার্যের সঙ্গে নিরাপত্তা শাখার কর্মীদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:১৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য বলেন, নিরাপত্তা শাখা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করছে। 

তিনি বলেন, নিরাপত্তা কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে নিরাপত্তা শাখার প্রতিটি সদস্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও দক্ষতা উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, প্রতিদিনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও নিরাপত্তা কর্মীরা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কর্মতৎপরতা ক্যাম্পাসে একটি আস্থার পরিবেশ তৈরি করে, যা শিক্ষা-গবেষণার অনুকূল পরিবেশ গড়ে তুলতে সহায়ক।

সভায় স্বাগত বক্তব্য দেন নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান। আরও বক্তব্য দেন নিরাপত্তা হাবিলদার মো. নজরুল ইসলাম গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিরাপত্তা কর্মকর্তা মাশহারুল হক অর্ণব।

সভায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা, নিরাপত্তা হাবিলদার ও নিরাপত্তা প্রহরীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত কাজের পারিশ্রমিক বৃদ্ধিসহ নিরাপত্তা শাখার জন্য গৃহীত নানা কল্যাণমূলক উদ্যোগের জন্য উপাচার্য, উপ-উপাচার্য এবং সংশ্লিষ্ট প্রশাসনকে কৃতজ্ঞতা জানান নিরাপত্তা কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে তারেক রহমান
সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
আমাদের দেশের চিকিৎসা সেবা বিশ্বমানের: নিটোর পরিচালক 
খুলনার রূপসা নদীতে পন্টুনে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ১
বিক্ষোভের ফলে নাইজেরিয়ার একটি জাদুঘরের উদ্বোধন স্থগিত
সংঘাত ও জলবায়ু বিপর্যয়ের দুষ্টচক্রে বন্দি লাখো শরণার্থী: জাতিসংঘ
৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু
পদ্মার চরে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ৬৭
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
১০