সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে    

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:৩০ আপডেট: : ১০ নভেম্বর ২০২৫, ১২:৪৬

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে যে উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের যৌথভাবে সন্দ্বীপ ও সিলেটে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। ঢাকায় বাতাসের গতি উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি নাগরিকের বিরুদ্ধে জার্মান ক্রিসমাস মার্কেটে হামলার বিচার শুরু
সওজের ৩৫ কোটি টাকার প্রকল্পে ঘুচবে সাজেক ও দীঘিনালাবাসীর ভোগান্তি
দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা-কর্মী গ্রেফতার
খুলনায় ১০টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে তারেক রহমান
সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
আমাদের দেশের চিকিৎসা সেবা বিশ্বমানের: নিটোর পরিচালক 
১০