সৌদি নাগরিকের বিরুদ্ধে জার্মান ক্রিসমাস মার্কেটে হামলার বিচার শুরু

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৪:১২

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবাগের্র একটি ক্রিসমাস মার্কেটে গত বছরের গাড়ি চাপা দিয়ে ছয় জনকে হত্যা ও গাড়ির ধাক্কায় ৩ শতাধিক মানুষকে আহত করার অভিযোগে আজ সোমবার এক সৌদি চিকিৎসকের বিচার শুরু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছরের ২০ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গে ওই হামলার পর পরই ৫০ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ তালেব জাওয়াদ আল-আবদুল মোহসেনকে একটি বিধ্বস্ত গাড়ির পাশ থেকে আটক করা হয়।

প্রসিকিউটররা বলছেন, আব্দুল মোহসেন  ইসলামের সমালোচক এবং অতি-ডানপন্থী দৃষ্টিভঙ্গি এবং উগ্র ষড়যন্ত্র তত্ত্বের অনুসারী ‘অসন্তোষ এবং হতাশা’ দ্বারা অনুপ্রাণিত হয়ে এ কাজ করেছেন।

প্রসিকিউটররা বলেন, তিনি ‘যতটা সম্ভব মানুষকে হত্যার’ উদ্দেশ্যে এই হামলা করেন, যা সবাইকে হতবাক করে দেয়। 

দেশটির ক্রিসমাস উৎসবের কয়েক দিন আগে এ হামলা চালানো হয়। 

ওই হামলায়, একটি ভাড়া করা বিএমডব্লিউ গাড়ি ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়ায় ৯ বছর বয়সী একটি শিশু ও ৪৫ থেকে ৭৫ বছর বয়সী পাঁচ নারী নিহত হন।

নিরাপত্তা সংস্থাগুলো পরবর্তীতে এই হামলা প্রতিরোধের ক্ষেত্রে তাদের গাফিলতির জন্য কঠোর প্রশ্নের সম্মুখীন হয়েছে। কারণ  এর আগে আল-আব্দুল মোহসেন উগ্র ও চরমপন্থী ভাষণ ও সহিংস হুমকি দিয়েছিলেন।

মোহসেনের বিরুদ্ধে ছয়টি হত্যা ও ৩৩৮টি হত্যা চেষ্টার অভিযোগ আনা হবে। আগামী মার্চ মাস পর্যন্ত তার বিচার চলতে পারে।

বিপুল সংখ্যক ভুক্তভোগী ও সাক্ষীর কারণে বিচারটি একটি বিশেষভাবে নির্মিত অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে। কারণ স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের কোনও বিদ্যমান আদালত কক্ষ এই বিচারের জন্য উপযুক্ত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনাম বন্দরের কাছে শতাব্দী প্রাচীন জাহাজডুবির ঘটনা উন্মোচিত
চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশি মদসহ বাস চালক আটক
কোর অব সিগন্যালস্ এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
ভূমি প্রশাসন দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত : ভূমি উপদেষ্টা
আবদুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল
সকালের সেশনে বাংলাদেশের নারী আর্চারদের সাফল্য
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী সেজে চুরি,৭ নারী গ্রেফতার
জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
১০