চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশি মদসহ বাস চালক আটক

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:৫৯
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক বাস চালককে আটক করেছে র‌্যাব-৭। ছবি: বাসস

চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) :  জেলার হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ রেজাউল করিম (৩৫) নামের এক বাস চালককে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (১০ নভেম্বর) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান,  রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে হাটহাজারীর আব্বাসীয়ার পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল করিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

মোজাফ্ফর হোসেন জানান, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসে কিছু মাদক ব্যবসায়ী বিদেশি মদ নিয়ে চট্টগ্রামে আসার গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

তিনি আরো জানান, চেকপোস্টে পৌঁছালে একটি বাস র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা বাসের চালক রেজাউল করিমকে আটক করেন। পরে বাসের বাম পাশের বক্স থেকে লুকানো ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ সদস্য গ্রেফতার
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মতবিনিময় সভা
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২৫ মিলিয়ন ক্রোন সহায়তা দেবে ডেনমার্ক 
ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ভূমি দখলের ভুয়া খবর শনাক্ত: বাংলাফ্যাক্ট
জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি
বিমসটেকের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার এডিবি’র
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম
১০