আবদুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:৫২ আপডেট: : ১০ নভেম্বর ২০২৫, ১৭:২১
আবদুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্না । কোলাজ : বাসস

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিনের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের পৃথক আবেদন খারিজ করে আজ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক আর হক। লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া ও জাকির হোসেন মাসুদ। আর মঞ্জুরুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার ও আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী।

গত ৬ নভেম্বর বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই দু’জনের অন্তর্বর্তী জামিন দেন।

সে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে চেম্বার আদালত আবেদন দু’টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। সেই ধারাবাহিকতায় আজ দু’টি আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এই আদেশের ফলে আবদুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের জামিন বহাল থাকায় তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান তাদের আইনজীবীরা। 

‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। সেই অনুষ্ঠানে অংশ নেন আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম। অনুষ্ঠানের এক পর্যায়ে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢুকে অনুষ্ঠানের আয়োজক এবং অংশ নেওয়া ব্যক্তিদের ওপর চড়াও হয়। তারা আলোচনা আনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে অবরুদ্ধকারীরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন। 

গত ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন আবেদন নিম্ন আদালতে না মঞ্জুর হলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ সদস্য গ্রেফতার
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মতবিনিময় সভা
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২৫ মিলিয়ন ক্রোন সহায়তা দেবে ডেনমার্ক 
ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ভূমি দখলের ভুয়া খবর শনাক্ত: বাংলাফ্যাক্ট
জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি
বিমসটেকের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার এডিবি’র
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম
১০