সকালের সেশনে বাংলাদেশের নারী আর্চারদের সাফল্য

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৫:৫১

ঢাকা, ১০ নভেম্বর ২০২৫ (বাসস) : তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসে সোমবার সকালের সেশনে রিকার্ভ মহিলা এককে আলো ছড়িয়েছেন বাংলাদেশের চার আরচ্যারই। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন সবাই। 

সোনালি রায় ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৭, ২৫-২৫, ২৮-২৫, ২৭-২৯, ২৬-২৬) কাজাখস্তানের) দিয়ানা তুরসুনবেককে হারিয়েছেন। সীমা আক্তার শিমু ৬-৪ ব্যবধানে (২৬-২৯, ২৬-১৫, ২৪-২০, ২৩-২৬, ২১-২৬) কাজাখস্তানের ইয়েলিজাভেতা আভদিয়েভাকে, ইতি খাতুন ৬-৪ সেট পয়েন্টে (২৪-২৮, ২৯-২৬, ২৭-২১, ২৬-২৮, ২৮-২৬) মালয়েশিয়ার মাশাইখ সায়েকিয়েরার বিপক্ষে জিতেছেন। মনিরা আক্তার ৭-৩ সেট পয়েন্টে (২৬-২৯, ২৭-২৪, ২৪-২৬, ২৬-২৬, ২৩-৩০) চীনের) কাই উফেংকে হারিয়েছেন।

১/১৬-এর লড়াইয়ে আগামীকাল সোনালি দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির, শিমু ভারতের অঙ্কিতা ভাকাতের, ইতি ভারতের অংশিকা কুমারির ও মনিরা মালয়েশিয়ার মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার মুখোমুখি হবেন।

সাফল্যের ধারাবাহিকতায় থাকার লক্ষ্য নিয়ে ইতি খাতুন বলেন, “আমাদের সবাই ভালো করেছে, সবার মধ্যেই আত্মবিশ্বাস ছিল ভালো করার। আমরা কেউ কোনো চাপ নেইনি। নিজেদের মাঠে খেলা। ফেডারেশনের পক্ষ থেকেও আমাদের কোনো চাপ দেওয়া হয়নি পদকের জন্য। আমরা খেলা উপভোগ করতে চেয়েছি। কোনো চাপ অনুভব করছি না। সামনের রাউন্ডগুলোতে এই সাফল্যের ধারায় থাকতে চাই। আমাদের জন্য দোয়া করবেন।”

এদিকে রিকার্ভ পুরুষ এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া রাকিব মিয়া চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে ৬-৪ সেট (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) পয়েন্টে হারিয়ে ১/১৬-তে উত্তীর্ণ হয়েছেন। সেখানে তার প্রতিপক্ষ ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে।

এই ইভেন্টে বাই পেয়ে ১/২৪-এর মঞ্চে ওঠা আব্দুর রহমান আলিফও দারুণ লড়াইয়ের পর মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দিকে ৬-৫ ব্যবধানে (২৭-২৯, ২৭-২৭, ২৫-২৭, ৩০-২৮, ২৯-২৩) হারিয়ে ১/১৬-তে উঠেছেন। ১/৮-এর মঞ্চে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহো।

বাই পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা সাগর ইসলাম ১/২৪-এর লড়াইয়ে পেরে ওঠেননি ভিয়েতনামের লে কুয়োক ফংয়ের সাথে, হেরেছেন ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৬, ২৫-২৮, ২৯-২৭, ২৭-২৮, ২৭-২৪)।

বাই পেয়ে ১/৪৮ ও ১/২৪ পেরুনো রাম কৃষ্ণ সাহা ১/১৬ লড়াই শুরু করবেন আগামীকা। সেখানে তার প্রতিপক্ষ সাগরকে হারিয়ে আসা লে কুয়োক ফং।

কম্পাউন্ড পুরুষ এককে ভালো দিন কাটেনি বাংলাদেশের আরচ্যারদের। ১/২৪-এর মঞ্চ থেকে বিদায় নিয়েছেন স্বাগতিক তিন আর্চার। সৌদি আরবের আলি রেজা আলবাকামির কাছে ১৪৩-১৩৫ স্কোরে (২৯-২৭, ২৯-২৯, ২৯-২৯, ২৮-৩০, ২০-২৮) হেরেছেন নাওয়াজ আহমেদ রাকিব।

এই ইভেন্টে ভিয়েতনামের আরচ্যার এনগুয়েন এনগক ডুংয়ের কাছে জমাট লড়াইয়ের পর ১৪৪-১৪৩ স্কোরে (২৯-২৯, ২৭-৩০, ২৯-৩০, ২৯-২৯, ২৯-২৬) হেরেছেন সোহেল রানা। হংকংয়ের প্রতিযোগী ই তাই ওয়াই ডেভিডের কাছে ১৪৩-১৪১ স্কোরে (২৬-২৭, ২৯-৩০, ২৮-২৭, ২৮-৩০, ৩০-২৯) হেরে ছিটকে গেছেন আশিকুজ্জামান।

বাই পাওয়া হিমু বাছাড় প্রথম পরীক্ষায় নামবেন কাল। ১/১৬-এর লড়াইয়ে তার প্রতিপক্ষ ভুটানের গাইতসে তেশিতুম।

কম্পাউন্ড মহিলা এককে এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের চার আরচ্যারের মধ্যে আজ শুধুমাত্র মিথিলা আক্তারের খেলা ছিল। সৌদি আরবের কাবি রাঘাদ ইসমাইলের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩৯-১৩৮ স্কোরে (২৮-২৮, ২৮-২৯, ২৭-২৮, ২৭-২৫, ২৯-২৮) হেরে বিদায় নিয়েছেন মিথিলা।

এই ইভেন্টে বাংলাদেশের বাকি তিন আরচ্যার ‘বাই’ পেয়ে ১/১৬-তে উঠেছেন। মঙ্গলবার কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরির, পুষ্পিতা জামান দক্ষিণ কোরিয়ার পার্ক জং উনের এবং বন্যা আক্তার ইরানের আশেকজাহেদ ওসকুয়েই বিতার মুখোমুখি হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ সদস্য গ্রেফতার
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মতবিনিময় সভা
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২৫ মিলিয়ন ক্রোন সহায়তা দেবে ডেনমার্ক 
ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ভূমি দখলের ভুয়া খবর শনাক্ত: বাংলাফ্যাক্ট
জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি
বিমসটেকের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার এডিবি’র
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম
১০