
ঢাকা, ১০ নভেম্বর ২০২৫ (বাসস) : বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।
আজ নেলসনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৫ ওভার খেলা হবার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা।
পরবর্তীতে ২৫ মিনিট পর আবারও খেলা শুরু হয়। কিন্তু এরপর ৯ বলের বেশি খেলা হয়নি। দ্বিতীয়বারের মত খেলা বন্ধ হলে ৬.৩ ওভারে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এসময় ১ উইকেটে ৩৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
১৮ বলে ২১ রান করে নিউজিল্যান্ড পেসার জেমস নিশামের বলে আউট হন ওপেনার অ্যালিক আথানাজে। আরেক ওপেনার আমির জাঙ্গু ১২ ও অধিনায়ক শাই হোপ ৩ রানে অপরাজিত থাকেন।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ড সিরিজ হারছে না, এটি নিশ্চিত। কারণ চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে কিউইরা। পাশাপাশি সিরিজ জয়ের কোন সুযোগও নেই ওয়েস্ট ইন্ডিজের। তবে সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের।
আগামী ১৩ নভেম্বর ডানেডিনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।