খুলনায় সবুজ প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী হেলাল

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৪৬
খুলনায় সবুজ প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। ছবি : বাসস

খুলনা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল ‘একটি বাড়ি, একটি গাছ - সবুজায়নের প্রতিশ্রুতি’ শীর্ষক একটি অনন্য ও পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ তার বাসভবনের সামনে বৃক্ষরোপণের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধনকালে হেলাল বলেন, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য এখন ‘সকলের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন’ জাতির সবচেয়ে জরুরি দাবি।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের ভিন্নতা থাকতে পারে, তবে নির্বাচনের বিষয়ে আমাদের অবশ্যই জাতীয় ঐকমত্য অর্জন করতে হবে। আমরা আশা করি প্রশাসন একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। খুলনা-৪ আসনের জনগণ, সারা দেশের মতো, একটি শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন চায়। আইনশৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের কর্তব্য - কেবল নির্বাচনের সময় নয়, সর্বদা।’

অনুষ্ঠানে হেলাল একটি চারা রোপণ করে তার সবুজ প্রচারণার উদ্বোধন করে ঘোষণা করেন, কেবল ভোট চাওয়ার পরিবর্তে তার প্রচারণা দলগুলো নির্বাচনী এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে একটি করে ফলদায়ক গাছ উপহার দেবে।

তিনি বলেন, আমরা প্রতিটি পরিবারের শিশুদের বলবো যে ওরা গাছের যত্ন নিক। গাছটি বড় হলে, এর ফল পরিবারের খাদ্যতালিকায় পুষ্টি জোগাবে এবং উদ্বৃত্ত গাছটি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে সাহায্য করতে পারে।

প্রাথমিকভাবে এই প্রচারণার লক্ষ্য ৫০ হাজার ফলের গাছের চারা রোপণ করা। পর্যায়ক্রমে এটি ২ লাখে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। যার ফলে খুলনা-৪ এর প্রতিটি পরিবার সবুজায়ন উদ্যোগের অংশীদার হবে।

এই প্রচারণাকে ‘রাজনৈতিক প্রচারণার পরিবেশ-বান্ধব মডেল’ হিসেবে বর্ণনা করে হেলাল বলেন, ‘জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য বৃক্ষরোপণ অপরিহার্য। এটি কেবল একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং প্রকৃতি এবং স্থায়িত্বের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার’।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘উন্নয়ন স্লোগান “একটু প্রচেষ্টা, একটু উদ্যোগই সমৃদ্ধি আনে”-এর অনুপ্রেরণায় এই উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, ‘তারেক রহমান এর আগে জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে দেশজুড়ে প্রায় ৬ লাখ নিম গাছ রোপণের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা সেই চেতনাকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

রাজনৈতিক ঐক্যের বিষয়ে হেলাল বলেন, “রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক, তবে উন্নয়ন এবং জনগণের কল্যাণের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন কেবল প্রতিযোগিতার জন্য নয়, এটি জনগণের প্রতি সেবা এবং দায়িত্বের পরীক্ষা।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো খুলনার ছয়টি নির্বাচনী এলাকা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করা। এর জন্য ঐক্য অপরিহার্য - এবং সেই ঐক্য দৃঢ় এবং অটুট থাকবে।”

হেলাল আশা প্রকাশ করেন, ‘একটি বাড়ি, একটি গাছ - সবুজায়নের প্রতিশ্রুতি’ অভিযান দেশব্যাপী বিস্তৃত হবে। প্রতিটি নির্বাচনী এলাকা যদি এই উদ্যোগ গ্রহণ করে, তাহলে সারা দেশে কমপক্ষে এক কোটি গাছ লাগানো সম্ভব হবে - যা প্রকৃতি এবং পরবর্তী প্রজন্ম উভয়ের জন্যই উপকারী হবে।

পরে তিনি বিএনপির কর্মীদের নিয়ে আইজগতি এলাকার বেশ কয়েকটি পরিবারে ফলের গাছ রোপণ করেন।

এসময় স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, নাজমুস সাকিব পিন্টু, আবদুস সালাম, আতাউর রহমান রানু, গোলাম মোস্তফা তুহিন, আবুল কাশেম, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, শেখ আবু সাঈদ, সরদার ফরিদ আহমেদ, রয়েল, নয়ন মোড়ল, জাহিদ, মোশাররেফ শিকদার এবং মাহমুদ হাসানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার দরকার ১৮৫ রান; চট্টগ্রামের ১০ উইকেট
দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড সিলেটের
ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে পারে বিবিসি
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনা কমিটির মেয়াদ আরো দুই মাস বাড়ল
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৮ প্রকল্প অনুমোদন
কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পিয়ন
জাতীয় নির্বাচনের ব্যালট ছাপাতে ৯১৪ মেট্রিক টন রঙিন কাগজ সরবরাহ করবে কেপিএম
খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা সভা
ব্রোঞ্জ হারানোর হতাশা বাংলাদেশের, প্রথম পদক উজবেকিস্তানের
১০