চট্টগ্রামে কালি মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৭:৪৪
নগরীর সদরঘাটে কালি মন্দিরে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নগরীর সদরঘাটে ১৫০ বছরের পুরনো কালি মন্দিরে চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

আজ সোমবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেও গ্রেফতার করা হয়।

গেফতাররা হলেন— মো. আবুল হোসেন (২৬) ও মো. আরমান হোসেন (৩১)।

পুলিশ জানায়, এর আগে শনিবার দিবাগত রাতে মন্দিরের টিনের চালের ওপর উঠে কাচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে চোর ঢুকে। এসময় প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডুমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।

পুলিশ আরো জানায়, চোর চক্রের এক সদস্য চুরি করা স্বর্ণালংকার নগরীর কাট্টলী এলাকায় এক স্বর্ণের দোকানে বিক্রি করতে গেলে দোকানির সন্দেহ হয়। এ সময় পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ এসে ওই চোরকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। পরে কাট্টলী ওভার ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় কয়েকটি অলংকার। আটক করা হয় আরেকজন সদস্যকে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গতকাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনার দরকার ১৮৫ রান; চট্টগ্রামের ১০ উইকেট
দিশানের হাফ-সেঞ্চুরিতে লিড সিলেটের
ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে পারে বিবিসি
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি পর্যালোচনা কমিটির মেয়াদ আরো দুই মাস বাড়ল
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৮ প্রকল্প অনুমোদন
কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পিয়ন
জাতীয় নির্বাচনের ব্যালট ছাপাতে ৯১৪ মেট্রিক টন রঙিন কাগজ সরবরাহ করবে কেপিএম
খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা সভা
ব্রোঞ্জ হারানোর হতাশা বাংলাদেশের, প্রথম পদক উজবেকিস্তানের
১০