জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৯

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বৃহস্পতিবার জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধের সম্মুখ সারির সৈন্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সম্প্রতি ওই অঞ্চলে রুশ সেনাবাহিনী অগ্রসর হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতি রাশিয়া খারকিভ ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দু’টি গ্রাম দখলের দাবি করেছে। অন্যদিকে, কিয়েভ পূর্বাঞ্চলীয় কেন্দ্র পেত্রোভস্ক ধরে রাখতে লড়াই করছে। এমন সময় দক্ষিণ ফ্রন্টে সেনাদের সশরীরে দেখতে গেলেন জেলেনস্কি।

জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, তিনি ফ্রন্টলাইনের শহর খারকিভের কাছে ‘৬৫তম পৃথক ম্যাকানাইজড ব্রিগেডের কমান্ড পোস্ট’ পরিদর্শন করেছেন। সেখানকার সেনাদের সঙ্গে সাক্ষাতের ছবিও প্রকাশ করেছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘আমি এই সেক্টরের কার্যক্রম, শত্রুর তৎপরতা এবং দখলদারদের ক্ষয়ক্ষতি সম্পর্কে একটি প্রতিবেদন শুনেছি।’

কিয়েভ জানিয়েছে, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলে তাদের আক্রমণ আরও জোরদার করেছে।

এই সপ্তাহের শুরুতে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের তিনটি গ্রাম দখল করেছে। সেখানে দীর্ঘদিন ধরে যুদ্ধ স্থবির অবস্থায় ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি: আইএমএফ
শিগগিরই মুড়িকাটা পেঁয়াজ বাজারে চলে আসবে: কৃষি উপদেষ্টা
গত বছর যক্ষ্মায় ১২ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংসদ নির্বাচন: আরো ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ রোববার
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়াতে চান আসিফ নজরুল
রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলের প্রাণহানিতে প্রধান বিচারপতির শোক
১০