ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি ও সুদানে উত্তেজনা হ্রাসের আহ্বান জানালো জি-৭

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৯

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : কানাডায় একটি বৈঠক থেকে জি-৭ জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং সুদানের ক্রমবর্ধমান সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

কানাডার নায়াগ্রা অন দ্য লেক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যৌথ এক বিবৃতিতে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি অটল সমর্থন প্রকাশ করেছেন।

জি-৭ জানিয়েছে, জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রয়োজন।

বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের অদূরে অনুষ্ঠিত আলোচনায় জি-৭ নেতারা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষা প্রচেষ্টার জন্য তহবিল বৃদ্ধির ব্যাপারে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন।

জোটটির বিবৃতিতে বলা হয়েছে, আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে— জি-৭ এর আওতায় জব্দ থাকা রুশ সম্পদের অধিকতর ব্যবহার।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জি-৭ দেশের পররাষ্টমন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন। 

তিনি এর আগে সাংবাদিকদের বলেছেন, জি-৭ জোটের উচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর চাপ বৃদ্ধি করা এবং একই সঙ্গে ইউক্রেনের যুদ্ধ করার সক্ষমতা বৃদ্ধি করা।

তিনি আরো বলেন, পুতিনের এখনো একটা ভ্রম আছে যে— তিনি জিততে পারবেন। কিন্তু, বাস্তবতা হলো— তিনি ১০ লাখেরও বেশি সৈন্য হারিয়েছেন এবং একটিও কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেননি। আমাদের এমন কিছু অবশ্যই করতে হবে, যেন পুতিন ও তার সরকারের জন্য এই যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ বহন অসহনীয় ও বিপজ্জনক হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগ : আওয়ামী লীগ নেতা শামীম রিমান্ডে
এলডিসি উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য রূপান্তরে ডব্লিউটিও’র দৃঢ় সমর্থন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে
ঠাকুরগাঁওয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির সমাবেশ
চট্টগ্রামে টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
সুন্দরবনের ইকো রিসোর্ট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা
১৮ মাসের মধ্যে ব্যাংক আমানতের দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি
সাংবাদিক সুরক্ষা আইন চলতি মাসেই অনুমোদন করা হবে : বিচারপতি এ কে এম আব্দুল হাকিম
বিএমইউতে ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপন 
প্রথম টেস্টে জয়ের কাছাকাছি বাংলাদেশ
১০