গত বছর পশ্চিম তীরে গাড়ি হামলায় দায়ী ব্যক্তিকে হত্যা করার দাবি ইসরাইলের

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৫

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) :  ইসরাইলের সশস্ত্র বাহিনী গতকাল সোমবার রাতে ঘোষণা করেছে যে, তাদের বাহিনী গত বছর অধিকৃত পশ্চিম তীরে গাড়ি হামলার সাথে জড়িত এক ব্যক্তিকে হত্যা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইলি সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসবিরোধী বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘দেড় বছর ধরে অনুসরণের পর, গাড়ি হামলার সাথে জড়িত আলা রউফ শেটিয়াকে ইসরাইল হত্যা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওই সন্ত্রাসী গত ২০২৪  সালের  ২৯ মে তারিখে নাবলুসের একটি প্রবেশপথে গাড়ি চাপা দিলে ৯০তম ব্যাটালিয়নের দুই সৈন্য নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, তারা পূর্ব নাবলুসে ইসরাইলি সৈন্যদের আক্রমণ করা বাড়িটিতে অনেক রক্ত দেখেছেন, কিন্তু কোনো মৃতদেহ দেখেননি। 

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সহিংসতা বেড়েছে। ১৯৬৭ সাল থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীর দখল করে রেখেছে।

গত ১০ অক্টোবর থেকে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও তা থামেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির এক হিসাব অনুযায়ী জানা গেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীরা এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৬ 
বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৫ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার
খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে খুন হয়: জাতিসংঘ
শীতের হাওয়ায় পিঠার আমেজ, জমজমাট লালমনিরহাট
২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ 
শতভাগ নিরপেক্ষভাবে কাজ করতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান সিইসির
চিতলমারীতে ৩০৫০ জন প্রান্তিক কৃষককে বোরো বীজ বিতরণ 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
১০