
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস): রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বোমা হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের রাজ্য জরুরি পরিষেবা টেলিগ্রামে এক পোস্টে বলেছে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে হামলা চালিয়েছে। রাশিয়ার হামলায় দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছে।
জরুরি পরিষেবা টেলিগ্রামে আরও বলেছে, তিন শিশুসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি পরিষেবার ইউনিটগুলো রাশিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।