
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘ আজ মঙ্গলবার লেবাননে ইসরাইলি হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলাও অন্তর্ভুক্ত।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার প্রায় এক বছর পরও ইসরাইলি সেনাদের হামলা বেড়েই চলেছে।
লেবাননের অভিযোগ, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, ইসরাইল তা লঙ্ঘন করছে। তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের ভেতরে সেনা মোতায়েন রেখেছে।
অন্যদিকে ইসরাইল বলেছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে ৩৩০ জনের বেশি নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।
জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক ছিলেন বলে যাচাই করা হয়েছে।
তিনি বিশেষভাবে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার কথা তুলে ধরেন, যেখানে ১৩ জন নিহত হয়েছেন-যাদের মধ্যে ১১ জনই শিশু।