অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২১:৩২ আপডেট: : ২৫ নভেম্বর ২০২৫, ২১:৩৬
ছবি : বাসস

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘সিইসি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা স্পষ্টভাবে জানিয়েছি-সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। আচরণবিধি মেনে চলা থেকে শুরু করে নির্বাচন পরিচালনার পরিবেশ নিশ্চিত করা-সবক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’

দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি ও আন্দোলনের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম খান বলেন, ‘যে নির্বাচনের জন্য বহু নেতা-কর্মী জীবন দিয়েছে, নিখোঁজ হয়েছে, মামলা-হামলার শিকার হয়েছে-সেই গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করেছি। অবাধ নির্বাচনের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন সম্ভব। তাই নির্বাচনি প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

প্রবাসী ভোটার নিবন্ধন প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে দূরবর্তী এলাকাগুলোতে থাকা বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ইসি জানিয়েছে- যারা এবার নিবন্ধন করতে পারবেন না, তাদের জন্য পরবর্তীতে সুযোগ রাখা হবে।

বিদেশে থাকা বিপুলসংখ্যক নাগরিকের এনআইডি না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রস্তাব করেছি-পাসপোর্টকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। পাসপোর্টের ছবি ও তথ্য স্থানীয়ভাবে যাচাই করলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব।’ ইসি এ বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

গণভোট আয়োজনের প্রয়োজনীয় আইন চূড়ান্ত হয়েছে বলেও বৈঠকে অবহিত করা হয়। এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘গণভোটের আইনি প্রস্তুতি সম্পন্ন হওয়া নির্বাচনি ব্যবস্থার জন্য ইতিবাচক অগ্রগতি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘অবাধ নির্বাচনের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি জড়িত। এ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।’

এক রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে লটারির মাধ্যমে পুলিশ সুপার বদলির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব বণ্টনের ওপর দলটির গুরুত্ব রয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের রাজনীতিতে ভবিষ্যতে মূল প্রভাব দেখাবে মেধাবীরা : আমীর খসরু
গাজার ‘অস্তিত্ব’ হুমকির মুখে, জাতিসংঘের সতর্কতা
জটিলতার কারণে যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো শুরু
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে : শারমীন মুরশিদ
১১ মাসে দুদকের ২৬,০১২ কোটি টাকা ক্রোক ও ফ্রিজ, ৫,৩৮০ কোটি জরিমানা ও বাজেয়াপ্ত
আমরা শান্তি চাই, তবে ইউক্রেনের আত্মসমর্পণ নয় : মাখোঁ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫০ লাখ ডলার সহায়তা দিল দক্ষিণ কোরিয়া
লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
১০