স্বাস্থ্যসেবা ও ঔষধ শিল্পের যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের তাগিদ

বাসস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ২০:২৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : দেশে স্বাস্থ্যসেবা, মেডিকেল ইকুইপমেন্টস এবং ঔষধ শিল্পের টেকসই উন্নয়নে যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন এ খাতের উদ্যোক্তা ও বিশ্লেষজ্ঞরা। 

পাশাপাশি বেসরকারি হাসপাতাল, মেডিকেল ইকুইপমেন্টস ও ঔষধ শিল্পের জন্য লাইসেন্স প্রাপ্তি এবং নবায়ন প্রক্রিয়া সহজীকরণের পরামর্শ দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত ‘স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব বক্তব্য উঠে আসে।

সেমিনারে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। 

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ। 

তিনি বলেন, ঔষধের কাঁচামাল বা এপিআই (অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস) শিল্পে পিছিয়ে থাকাকে বাংলাদেশের ঔষধ শিল্পের জন্য বড় হুমকি। পাশাপাশি মেডিকেল ইকুইপমেন্টস এবং ঔষধ শিল্পের লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন সংক্রান্ত জটিলতাকে শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে মেডিকেল ইকুইপমেন্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, যুগোপযোগী একটি নীতিমালা বাস্তবায়ন না করা গেলে দেশে মেডিকেল ইকুইপমেন্টস শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এপিআই শিল্প প্রতিষ্ঠার জন্য একজন উদ্যোক্তাকে ৪৭ টি সংস্থা থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়ে। যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই শিল্পের লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালুর আহ্বান জানান তিনি।

লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা না গেলে বেসরকারি খাত স্বাস্থ্যসেবা, মেডিকেল ইকুইপমেন্টস এবং ঔষধ শিল্পে বিনিয়োগে আকৃষ্ট করা যাবে না বলে মনে করেন ব্র্যাক হেলথ প্রোগ্রামের উর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আসরাফ হোসেন জানান, কোনো প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য আবেদন করলে তার সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত কাজে কিছু সময় লেগে যায়, ইচ্ছাকৃত বিলম্ব করা হয় না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, ঔষধ শিল্পের লাইসেন্সিং প্রক্রিয়া আরও সহজ করতে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। চেষ্টা রয়েছে অন্তত তিন বছর মেয়াদের জন্য লাইসেন্স প্রদানের। 

ঔষধ শিল্প এবং স্বাস্থ্যসেবা খাতের কমপ্লায়েন্স নিশ্চিতকরণে সরকারের কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন তিনি। 

এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ঔষধ শিল্পের কাঁচামালের স্থানীয় শিল্প স্থাপন এবং আমদানি নির্ভরতা হ্রাসসহ গবেষণা ও উন্নয়নে জোর দেন স্বাস্থ্য সচিব।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক বলেন, মেডিকেল ইকুইপমেন্টস শিল্পের জন্য স্বতন্ত্র একটি খসড়া নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বিডা। এর আগে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর বলেন, স্বাস্থ্য সেবার মান বাড়াতে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। দক্ষ চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের সংখ্যাও বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে : শারমীন মুরশিদ
১১ মাসে দুদকের ২৬,০১২ কোটি টাকা ক্রোক ও ফ্রিজ, ৫,৩৮০ কোটি জরিমানা ও বাজেয়াপ্ত
আমরা শান্তি চাই, তবে ইউক্রেনের আত্মসমর্পণ নয় : মাখোঁ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫০ লাখ ডলার সহায়তা দিল দক্ষিণ কোরিয়া
লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
 পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩২ হাজার ৮১১ প্রবাসীর নিবন্ধন
খুলনা মেডিকেলে পরিত্যক্ত নবজাতকের চিকিৎসা ও সুরক্ষায় তারেক রহমানের উদ্যোগ
ধর্মীয় অনুভূতিতে আঘাতকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে : ইসলামী আন্দোলন
১০