ভেনেজুয়েলার ‘স্বৈরশাসন’ অবসানে শিগগিরই দেশে ফিরব : নোবেলজয়ী মাচাদো

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪২

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো আজ বৃহস্পতিবার জনসম্মুখে এসে বলেছেন, শিগগিরই ভেনেজুয়েলায় ফিরে গিয়ে ‘স্বৈরশাসন’ অবসানে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো ২০২৪ সালের জুন মাস থেকে আত্মগোপনে ছিলেন। নোবেল পুরস্কার গ্রহণ করতে গতকাল বুধবার তিনি নরওয়ের অসলোতে যান। তবে, তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হতে পারেননি। রাতে অসলোতে পৌঁছানোর পর হোটেল থেকে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

আজ নরওয়ের পার্লামেন্ট ভবন ত্যাগ করার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রধান বিরোধী এই নেত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি ভেনেজুয়েলা জনগণের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করতে এসেছি এবং সঠিক সময়ে এটি ভেনেজুয়েলায় নিয়ে যাব।’

কবে দেশে ফিরবেন, তা স্পষ্ট করেননি মাচাদো। তিনি বলেন, আমি বলব না সেটা কখন হবে বা কীভাবে হবে। তবে, খুব শিগগিরই এই ‘স্বৈরশাসনের’ অবসান ঘটাতে এবং একটি মুক্ত ভেনেজুয়েলা দেখতে চান তিনি।

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ বলেছে, গণতন্ত্রের জন্য তার  সংগ্রামের  স্বীকৃতিস্বরূপ প্রদত্ত এই পুরস্কার গ্রহণ করতে অসলো গেলে মাচাদোকে ‘পলাতক’ হিসেবে বিবেচনা করা হতে পারে।

নিজের নিরাপত্তার ব্যাপারে কথা বলতে গিয়ে মাচাদো সাংবাদিকদের বলেন, কেউ ভেনেজুয়েলায় বসবাস করে সত্য কথা বলতে চাইলে তিনি বিপদে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষ্ণসাগর যেন ‘সংঘাতের এলাকা’ না হয়: এরদোয়ান
কর্ণফুলী পেপার মিলস ফের উৎপাদনে ফিরেছে
স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি: তারেক রহমান
থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত পারাপার স্থগিত করল কম্বোডিয়া
বাংলাদেশি রিফাতের রয়্যাল মিলিটারি একাডেমির আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ
সংসদ নির্বাচন ও গণভোট দিতে প্রায় সাড়ে ৩ লাখ প্রবাসীর নিবন্ধন
কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করলেন মেসি
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
১০