কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করলেন মেসি

বাসস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার স্থানীয় সময় রাত আড়াইটায় কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। তিন দিনের ভারত সফরে কলকাতার পর  হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন মেসি। 

ভারত সফরে এসে ইতোমধ্যে কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করেছেন মেসি। হোটেল থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার লেক টাউনে নিজের ভাস্কর্য উদ্বোধন করেন তিনি। 
এসময় মেসির সাথে ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নির্মিত লোহার ভাস্কর্যে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায় মেসিকে। 

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মারক হিসেবে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমকে সুজিত বসু জানান, ‘এই বিশাল ভাস্কর্যটি রেকর্ড ৪০ দিনে তৈরি করা হয়েছে। এটি একটি বিশাল ভাস্কর্য, উচ্চতা ৭০ ফুট। বিশ্বে মেসির এত বড় আর কোনও ভাস্কর্য নেই।’

মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় পৌঁছান মেসি। কলকাতায় পা রাখতেই মেসিকে ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা যায়। বিশ্ব ফুটবলের এই আইকনকে এক ঝলক দেখার জন্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভিড় জমান সমর্থকরা। এসময় মেসির নামে স্লোগান ও আর্জেন্টিনার পতাকা নাড়েন ভক্তরা। 

পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। 

কলকাতার হোটেলেই দেখা হয়েছে মেসি এবং বলিউড তারকা শাহরুখ খানের। বলিউড বাদশাকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে দেন তিনি। 

ভারত সফরের প্রথম দিন সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন মেসি। ম্যাচ দিয়ে কলকাতার সূচি শেষ হবে মেসির।

ভারতে আসার আগে এক বিবৃতিতে মেসি বলেছিলেন, ‘ভারত একটি বিশেষ দেশ এবং সেখানে ১৪ বছর আগের আমার ভালো স্মৃতি আছে। সেখানে ভক্তরাও দুর্দান্ত ছিল। ভারত একটি ফুটবলপ্রেমি জাতি এবং নতুন প্রজন্মের ভক্তদের সাথে আমি দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫০৬ জন গ্রেফতার 
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 
গণভোটের প্রশ্ন, সময়সূচি, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটদানের প্রক্রিয়া নিয়ে ইসির পরিপত্র
নির্বাচনী কাজে নিয়োজিতদের পোস্টাল ভোট নিবন্ধনে উদ্বুদ্ধ করতে ইসির চিঠি
আবরার-রিফাতের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
১০