আবরার-রিফাতের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৬ আপডেট: : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪১
ছবি : বাসস

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

আজ ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। উদ্বোধনী জুটিতে আবরার-রিফাতের ১৫১ রানের সুবাদে ৭ বল বাকী থাকতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফয়সাল সিনোজাদার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান করে অফগানিস্তান। ইনিংসের চতুর্থ ওভার ও দলীয় ১৬ রানে ক্রিজে আসেন ফয়সাল। 

ওপেনার ওসমান সাদাতের সাথে দ্বিতীয় উইকেটে ৭৬ এবং তৃতীয় উইকেটে উজাইরুল্লাহ নিয়াজিকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন ফয়সাল। এরমধ্যে সেঞ্চুরি তুলে নেন তিনি। 

৮টি চার ও ৪টি ছক্কায় ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন ফয়সাল। 

৩৩তম ওভারে দলীয় ১৭৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ফয়সাল আউট হওয়ার পর আফগানিস্তানকে লড়াকু পুঁজি এনে দেন নিয়াজি ও আজিজুল্লাহ মিয়াখিল। নিয়াজি ৪৪ ও মিয়াখিল অপরাজিত ৩৮ রান করেন। 

বল হাতে বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে উইকেট নেন। 

২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৫১ রান তোলেন দুই ওপেনার আবরার ও রিফাত। ২৭তম ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করে আউট হন রিফাত। 

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স-নাইন্টিতে আউট হন আবরার। ৯টি চার ও ৬টি ছক্কায় ১১২ বলে ৯৬ রান করেন তিনি। 

দলীয় ১৭০ রানে আবরার ফেরার পর ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি। কিন্তু হাকিম ও কালামসহ মোট চার উইকেট পতন হলে চাপে পড়ে বাংলাদেশ। ২৬৪ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। 

আজিজুল ৪৭, কালাম ২৯, এমডি আব্দুল্লাহ ২ ও সামিউন বশির ১ রানে আউট হন। 

সপ্তম উইকেটে ১৯ রানের জুটি গড়ে আফগানিস্তানের ২৮৩ রান স্পর্শ করেন রিজান হোসেন-শেখ পারভেজ জীবন জুটি। দলের জয় থেকে ১ রান দূরে থাকতে ব্যক্তিগত ১৩ রানে আউট হন জীবন। 

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ১ রান নিয়ে ৭ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শাহরিয়ার আহমেদ। ১৭ রানে অপরাজিত থাকেন রিজান। 

আফগানিস্তানের খাতির স্তানিকজাই ও রহউল্লাহ আরাব ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের আবরার। 

আগামী ১৫ ডিসেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা 
প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু কাল
বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের মঈন আলী
পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় সারাদেশে ১ হাজার ৫০৬ জন গ্রেফতার 
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
১০