রাজশাহীতে নিশাম এবং সিলেটে ব্রুকস

বাসস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস নিশাম। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় খবর নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএলের গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের হয়ে ফাইনাল খেলতে ঢাকায় এসেছিলেন নিশাম। ফাইনালের ঠিক আগে বাংলাদেশে আসায় ভ্রমণ ক্লান্তি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে তাকে ফাইনালে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নামায়নি বরিশাল টিম ম্যানেজমেন্ট।

২০২৪ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৭ ম্যাচে তিন হাফ-সেঞ্চুরিতে ২৯১ রান করেছিলেন নিশাম।

এদিকে, আসন্ন বিপিএলের জন্য ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে নিয়েছে সিলেট টাইটান্স।

এক বিবৃতিতে সিলেটের পক্ষ থেকে জানানো হয়, ‘ইংল্যান্ডের টি-টোয়েন্টি ফরম্যাটে পরিচিত মুখ ব্রুকস। তার উপস্থিতি সিলেটকে শক্তিশালী করবে। তার পাওয়ার-হিটিং ব্যাটিং এবং গুরুত্বপূর্ণ বোলিং দলের মধ্যে ভারসাম্য আনবে।’

সংক্ষিপ্ত ভার্সনে এ পর্যন্ত ২৮ ম্যাচে ১৮ উইকেট এবং ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৯৫ রান করেছেন ব্রুকস।

নিলামের আগে বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবের সাথে চুক্তি করেছে সিলেট। বিদেশিদের মধ্যে সিলেট দলে আরও আছেন- অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অ্যারন জোন্স। 

নিলাম থেকে দেশি ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন, রনি তালুকদার, ইবাদত হোসেন ও মোমিনুল হককে দলে নেয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০