কর্ণফুলী পেপার মিলস ফের উৎপাদনে ফিরেছে

বাসস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫
ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) কারখানায় পানির পাম্প হাউসের কারিগরি সমস্যার কারণে চারদিন সাময়িকভাবে বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। 

কেপিএম -এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, কারখানার কর্ণফুলী নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত চারদিন ধরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছিল। কেপিএম -এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন, যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়।

তিনি জানান, শুষ্ক মৌসুম শুরু হওয়ায় বর্তমানে ভাটার সময়ে নদীর পানির স্তর অনেক নীচে নেমে যায়, এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাঁধাগ্রস্থ হয়। বর্তমানে পানির প্রবেশ পথ ম্যানুয়ালি খনন এবং বালু উত্তোলন পাইপ লাইন ব্যবহারের মাধ্যমে আরো গভীর করে শনিবার উৎপাদন সচল করা হয়েছে।

কেপিএম -এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও'র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে  ৯১৫ মেট্রিক  টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রংয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে : মীর হেলাল
ফেনীর অসুস্থ সুমন দাসের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা 
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
পোল্যান্ড সীমান্ত শক্তিশালী করতে সৈন্য পাঠাবে জার্মানি
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 
গণভোটের প্রশ্ন, সময়সূচি, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটদানের প্রক্রিয়া নিয়ে ইসির পরিপত্র
নির্বাচনী কাজে নিয়োজিতদের পোস্টাল ভোট নিবন্ধনে উদ্বুদ্ধ করতে ইসির চিঠি
আবরার-রিফাতের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে : তারেক রহমান
১০