ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কাকে সহায়তায় জরুরি তহবিল চায় জাতিসংঘ

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শক্তিশালী ঘূর্ণিঝড় দিতওয়া পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কাকে সহায়তা দিতে আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত মাসের শেষ দিকে আঘাত হানা ভয়াবহ এ ঝড়ে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ-বিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঘূর্ণিঝড় ঘরবাড়ি, সড়ক, সেতু, শিল্প ও কৃষিতে ব্যাপক ক্ষতি করেছে। এখনো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন।

দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ দূত মার্ক-আন্দ্রে ফ্রাঞ্চ ৩৫.৩ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ লাখ ৫৮ হাজার মানুষের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে এ অর্থ প্রয়োজন।

এই তহবিল ক্ষতিগ্রস্ত অবকাঠামো বা ব্যক্তিগত সম্পত্তি পুনর্গঠনের জন্য নয়, বরং তাৎক্ষণিক মৌলিক চাহিদা পূরণেই ব্যয় হবে।

ফ্রাঞ্চ জানান, ইতোমধ্যে ৯.৫ মিলিয়ন ডলার নিশ্চিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

জাতিসংঘ সদস্য রাষ্ট্র ও অন্যান্য দাতাদের বাকি ২৫.৮ মিলিয়ন ডলার সংগ্রহে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রাকৃতিক এ দুর্যোগকে তার দেশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন। ঘূর্ণিঝড়টি এমন সময়ে আঘাত হানে, যখন দেশটি তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষ্ণসাগর যেন ‘সংঘাতের এলাকা’ না হয়: এরদোয়ান
কর্ণফুলী পেপার মিলস ফের উৎপাদনে ফিরেছে
স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি: তারেক রহমান
থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত পারাপার স্থগিত করল কম্বোডিয়া
বাংলাদেশি রিফাতের রয়্যাল মিলিটারি একাডেমির আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ
সংসদ নির্বাচন ও গণভোট দিতে প্রায় সাড়ে ৩ লাখ প্রবাসীর নিবন্ধন
কলকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করলেন মেসি
স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় বৃদ্ধি অপরিহার্য: বক্তারা
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
১০