বাসস
  ০৩ জানুয়ারি ২০২৩, ১৪:৪১

অনশন ধর্মঘটের পর ‘গুরুতর স্বাস্থ্যগত ঝুঁকিতে’ রয়েছেন সেনেগালের সাংবাদিক

ডাকার, ৩ জানুয়ারি, ২০২৩ (বাসস ডেস্ক): সেনেগালের এক সাংবাদিক ও সরকার বিরোধী বিশিষ্ট সমালোচক ‘গুরুতর স্বাস্থ্যগত ঝুঁকিতে’ রয়েছেন। তার আটকের প্রতিবাদে তিনি দুই সপ্তাহের এক অনশন ধর্মঘট শুরু করার পর এমন পরিস্থিতির মুখে পড়েন। সোমবার তার আইনজীবী এএফপি’কে  এ কথা বলেছে।
ডাকার মেটিন অনলাইন নিউজ সাইটের প্রধান পেপ আলে নিয়াংকে গত ৬ নভেম্বর গ্রেফতার করে ‘জাতীয় প্রতিরক্ষার ক্ষতি করতে পারে এমন তথ্য প্রকাশ করার’ অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।’
কারেন্ট অ্যাফেয়ার্সে নিয়মিত কলাম লেখার জন্য সেনেগালে ব্যাপক পরিচিতি পাওয়া নিয়াং ১৪ ডিসেম্বর মুক্তি পান কিন্তু এক সপ্তাহ পর তাকে আবারো কারাগারে পাঠানো হয়। ২০ ডিসেম্বর সর্বশেষ কারাবাসের পর থেকে তিনি অনশন ধর্মঘট পালন করে আসছেন।
তার আইনজীবী মুসা সার এএফপি’কে বলেন, এক্ষেত্রে ‘আমি প্রার্থনা করি যাতে অপূরণীয় ঘটনা না ঘটে।’
স্থানীয় ট্রেড ইউনিয়ন জানায়, এ সাংবাদিক গত ২৪ ডিসেম্বর থেকে ডাকারের প্রধান হাসপাতালে রয়েছেন। গত পাঁচ দিন ধরে তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন।
সেনেগালের প্রধান বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়ে লেখার পর নিয়াং-এর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
ট্রেড ইউনিয়ন জানায়, তদন্তকারীর সাথে সোনকোর সাক্ষাতকারের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গোপনীয় বার্তাগুলো প্রকাশ করায় নিয়াংকে অভিযুক্ত করা হয়।
এ সাংবাদিককে আটক করায় সংবাদপত্র, সুশীল সমাজ এবং সেনেগালের বিরোধীদের সমালোচনার ঝড় ওঠে। আবার তাদের অনেকেই নিয়াং এর মুক্তির আহ্বান জানান।