বাসস
  ২৩ মে ২০২৩, ১৮:৩৫

ওয়েলশের রাজধানীতে দুই কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গায় ডজন পুলিশ কর্মকর্তা আহত

লন্ডন, ২৩ মে, ২০২৩ (বাসস ডেস্ক) : ওয়েলশের রাজধানী কার্ডিফের একটি জেলায় সোমবার গভীর রাতে এক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে দাঙ্গায় প্রায় ডজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
লাইভে দেখা যায় নগরীর ইলি এলাকায় দুটি গাড়িতে আগুন লাগাতে এবং বেশ ক’জন যুবককে ঢাল নিয়ে কর্মকর্তাদের দিকে ইঁট পাটকেল ও আতশবাজি নিক্ষেপ করতে। যুবকদের অনেকের মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল।
স্থানীয় থানাটি লক্ষ্যবস্তু হতে পারে আশঙ্কা করে মঙ্গলবার সকালে থানার বাইরে ঘোড়ায় আরোহণ করা কর্মর্তাদের মোতায়েন করা হয়।
সাউথ ওয়েলস পুলিশ এন্ড ক্রাইম কমিশনার অ্যালুন মাইকেল বলেন, পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা ঘটলে দুই কিশোরে মৃত্যুর গুজবের প্রেক্ষিতে দাঙ্গা বেধে যায়।
মাইকেল বিবিসি রেডিওকে বলেন, আমার ধারনা দুই কিশোর একটি বাইক বা স্কুটার চালানোর সময় দুঃখজনকভাবে এই সড়ক দুর্ঘটন ঘটে এবং তাদের মৃত্যু হয়।
মাইকেল বলেন, প্রায় এক ডজন কর্মকর্তা সংঘর্ষে আহত হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।