বাসস
  ০৬ জুন ২০২৩, ১২:৩১

চীনা সামরিক বাহিনীর ‘আগ্রাসনমূলক’ কার্যক্রম হতাহতের কারণ হতে পারে : হোয়াইট হাউস

ওয়াশিংটন, ৬ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : হোয়াইট হাউস সোমবার সতর্ক করে দিয়ে বলেছে, সমুদ্র এবং আকাশ পথে মার্কিন বাহিনীর সাথে চীনের সামরিক বাহিনীর ‘আগ্রাসনমূলক’ কর্মকা- হতাহতের কারণ হতে পারে। বেইজিংয়ের জন্য এমনটা দ্রুত ঘটতে পারে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, চীনের এমন কার্যক্রম অব্যাহত থাকলে ‘কেউ আঘাত পেতে বেশি সময় লাগবে না।’ আর ‘এই অনিরাপদ এবং পেশাগত বাধাগুলো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।’
শনিবার পেন্টাগন বলেছে, একটি চীনা যুদ্ধজাহাজ সংঘর্ষ এড়াতে একটি মার্কিন নেভাল ডেস্ট্রয়ারকে ঘুরে যেতে বাধ্য করে। চীনের একটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের পথ ধরে সরাসরিভাবে উড়ে যাওয়ার পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটে।
কিরবি বলেন, এই পদক্ষেপগুলো চীনের সামরিক বাহিনীর ‘ক্রমবর্ধমান আগ্রাসনের অংশ।’