রাজধানীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০০:৫১

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও  চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো মারজান আহম্মেদ রনি ওরফে ভাগ্নে রনি (৩৮) ও মো. মাহিন খান (২৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানান, মঙ্গলবার মধ্যরাতে ওয়ারীর জয় কালী মন্দিরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায়, জয়কালী মন্দিরের সামনে বিসমিল¬াহ হোমিও ক্লিনিক সংলগ্ন সড়কে কয়েকজন লোক  স্থানীয় প্রভাব বিস্তার ও কাপ্তান বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানার একটি টহল টিম রাত সোয়া ২টায় সেখানে পৌঁছায় এবং দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা তাদের কাছে থাকা এসব অস্ত্র গুলির স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে ওয়ারী থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০