রাজধানীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০০:৫১

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও  চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো মারজান আহম্মেদ রনি ওরফে ভাগ্নে রনি (৩৮) ও মো. মাহিন খান (২৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানান, মঙ্গলবার মধ্যরাতে ওয়ারীর জয় কালী মন্দিরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায়, জয়কালী মন্দিরের সামনে বিসমিল¬াহ হোমিও ক্লিনিক সংলগ্ন সড়কে কয়েকজন লোক  স্থানীয় প্রভাব বিস্তার ও কাপ্তান বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানার একটি টহল টিম রাত সোয়া ২টায় সেখানে পৌঁছায় এবং দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা তাদের কাছে থাকা এসব অস্ত্র গুলির স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে ওয়ারী থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্রোপচারের প্রয়োজন নেই ওকসের
খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা 
লালমনিরহাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা, এখন ভাঙ্গনের আতঙ্ক 
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী উৎসব শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় গভীর অনুতপ্ত জাপানের সম্রাট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ব্রয়লারে গাবা সমৃদ্ধ খাদ্যে অধিক উৎপাদনের সম্ভাবনা
চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল
ভারতের ঘটনার ভিডিও দিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০