এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে : প্রেস উইং

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০৭

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ২০২৫ শিক্ষাবর্ষের ৪০ কোটি বইয়ের মধ্যে ৬ জানুয়ারি পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৩টি পাঠ্যবই ছাপা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আজাদ মজুমদার জানান, ছাপা হওয়া বইয়ের অধিকাংশ বিতরণ করা হয়েছে এবং বিতরণ প্রক্রিয়া চলমান আছে।

তিনি বলেন, আগে বেশির ভাগ বই ভারতে ছাপানো হলেও এবার সব বই বাংলাদেশে ছাপা হচ্ছে। এজন্য দেরি হচ্ছে। এতে সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এর ইতিবাচক দিক হচ্ছে পাঠ্য বইয়ের সঙ্গে জড়িত শ্রমিকেরা উপকৃত হচ্ছেন। 

কিনি আরও বলেন, এ ছাড়া বিগত সরকারের সময়ে তৈরি হওয়া অসাধু চক্র এবার বই ছাপাতে অসহযোগিতা করায় কাজে বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে সমস্যাটা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি উল্লেখ করেন।

আজাদ মজুমদার বলেন, সরকার আশা করে চলতি মাসেই সব বই ছাপা সম্ভব হবে।

বই ছাপানোর অসহযোগিতায় এনসিটিবির সদস্যসহ ছাপানো প্রতিষ্ঠান জড়িত থাকলে তদন্ত করে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১
রাজশাহীতে আষাঢ়ে বৃষ্টিতে রোপা আমন রোপণে ব্যস্ত কৃষকরা
কেসিসিতে অর্থবছরে ৭২১ কোটি টাকার বাজেট প্রস্তুত
নওগাঁয় খোলা বাজারে ওএমএস’র চাল ও আটা বিক্রি শুরু
তিস্তায় পানি বাড়ায় উৎকণ্ঠায় নদীপারের মানুষ
রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল করা হবে: কৃষি উপদেষ্টা
বাড়িতে বসেই ২৯ বিষয়ে জিডি করতে পারবেন যশোরবাসী
জুলাই স্মৃতি স্মরণে হাবিপ্রবিতে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
২২ জুলাই: আইনশৃঙ্খলা বাহিনীর ‘চিরুনি অভিযান’ শুরু, ৪ দফা দাবিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম
গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিদলকে চীনা দূতাবাসের সংবর্ধনা 
১০