চাঁদপুরে কারফিউ শিথিল করা হলেও প্রশাসন ছিল সতর্ক 

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:২০
ছবি: সংগৃহীত

চাঁদপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সময় সারাদেশে চলমান কারফিউ শিথিল করা হয়। ২৭ জুলাই চাঁদপুরেও ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এদিন শহরে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না। নৌযান চলাচলও ছিল স্বাভাবিক। তবে প্রশাসন ছিল সতর্ক। 

শুক্রবার (২৬ জুলাই ২০২৪)দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে চাঁদপুরে ১৫ ঘণ্টা কারফিউ শিথিলের কথা ঘোষণা করেন। তিনি জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্তে প্রতিদিন ১ ঘণ্টা করে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। নির্ধারিত সময় শেষ হলে কারফিউ বলবৎ থাকবে।

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ জারির পর থেকে চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় কয়েকদিন সীমিতভাবে লঞ্চ চলাচল করলেও ২৭ জুলাই সব নৌপথেই আগের নির্ধারিত সময়সূচিতে লঞ্চ চলাচল শুরু হয়।

চাঁদপুর নৌবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কারফিউর কারণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রীদের সুবিধার্থে প্রথমে সীমিতভাবে এবং পরে আগের নির্ধারিত সময়সূচিতে লঞ্চ চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় নৌপুলিশকে সতর্ক থেকে লঞ্চঘাটে দায়িত্ব পালনের জন্য বলা হয়।

তৎকালীন চাঁদপুর জেলা ছাত্র সমন্বয়ক নাদিম পাটওয়ারী বাসসকে বলেন, ২০২৪ সালের ২৭ জুলাই চাঁদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কোন ধরনের কর্মসূচি ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০