চাঁদপুরে কারফিউ শিথিল করা হলেও প্রশাসন ছিল সতর্ক 

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:২০
ছবি: সংগৃহীত

চাঁদপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সময় সারাদেশে চলমান কারফিউ শিথিল করা হয়। ২৭ জুলাই চাঁদপুরেও ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এদিন শহরে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না। নৌযান চলাচলও ছিল স্বাভাবিক। তবে প্রশাসন ছিল সতর্ক। 

শুক্রবার (২৬ জুলাই ২০২৪)দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে চাঁদপুরে ১৫ ঘণ্টা কারফিউ শিথিলের কথা ঘোষণা করেন। তিনি জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্তে প্রতিদিন ১ ঘণ্টা করে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। নির্ধারিত সময় শেষ হলে কারফিউ বলবৎ থাকবে।

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ জারির পর থেকে চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় কয়েকদিন সীমিতভাবে লঞ্চ চলাচল করলেও ২৭ জুলাই সব নৌপথেই আগের নির্ধারিত সময়সূচিতে লঞ্চ চলাচল শুরু হয়।

চাঁদপুর নৌবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কারফিউর কারণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রীদের সুবিধার্থে প্রথমে সীমিতভাবে এবং পরে আগের নির্ধারিত সময়সূচিতে লঞ্চ চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় নৌপুলিশকে সতর্ক থেকে লঞ্চঘাটে দায়িত্ব পালনের জন্য বলা হয়।

তৎকালীন চাঁদপুর জেলা ছাত্র সমন্বয়ক নাদিম পাটওয়ারী বাসসকে বলেন, ২০২৪ সালের ২৭ জুলাই চাঁদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কোন ধরনের কর্মসূচি ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮৮০ শিক্ষার্থী
চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের মৃত্যু, গ্রেফতার ২
হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছে লেবাননের খ্রিস্টান দল
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
১০