চাঁদপুরে কারফিউ শিথিল করা হলেও প্রশাসন ছিল সতর্ক 

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:২০
ছবি: সংগৃহীত

চাঁদপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সময় সারাদেশে চলমান কারফিউ শিথিল করা হয়। ২৭ জুলাই চাঁদপুরেও ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এদিন শহরে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না। নৌযান চলাচলও ছিল স্বাভাবিক। তবে প্রশাসন ছিল সতর্ক। 

শুক্রবার (২৬ জুলাই ২০২৪)দিবাগত রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসনের পক্ষে চাঁদপুরে ১৫ ঘণ্টা কারফিউ শিথিলের কথা ঘোষণা করেন। তিনি জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্তে প্রতিদিন ১ ঘণ্টা করে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। নির্ধারিত সময় শেষ হলে কারফিউ বলবৎ থাকবে।

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ জারির পর থেকে চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় কয়েকদিন সীমিতভাবে লঞ্চ চলাচল করলেও ২৭ জুলাই সব নৌপথেই আগের নির্ধারিত সময়সূচিতে লঞ্চ চলাচল শুরু হয়।

চাঁদপুর নৌবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কারফিউর কারণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাত্রীদের সুবিধার্থে প্রথমে সীমিতভাবে এবং পরে আগের নির্ধারিত সময়সূচিতে লঞ্চ চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় নৌপুলিশকে সতর্ক থেকে লঞ্চঘাটে দায়িত্ব পালনের জন্য বলা হয়।

তৎকালীন চাঁদপুর জেলা ছাত্র সমন্বয়ক নাদিম পাটওয়ারী বাসসকে বলেন, ২০২৪ সালের ২৭ জুলাই চাঁদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কোন ধরনের কর্মসূচি ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিমান দুর্ঘটনার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর 
রাহুল-গিলের ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাতে লড়ছে ভারত
হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ
বাংলাদেশে আর কখনো যেন ভয় ও নিপীড়নের শাসন ফিরে না আসে : আদিলুর রহমান
কক্সবাজার সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রশিক্ষণ 
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা
কুড়িগ্রামে শেষ হলো পাঁচদিনব্যাপী ‘পদ্মপুরাণ-ভাসান গান উৎসব’ 
ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল
শেরপুরে বিএনপি’র সদর ও পৌর কমিটি ঘোষণা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৪৫৭ 
১০