চাঁদপুরে দিনভর চলে গ্রেপ্তার ও পুলিশের তল্লাশি অভিযান 

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০
ছবি: সংগৃহীত

\ আবদুস সালাম আজাদ জুয়েল \

চাঁদপুর, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এইদিন চাঁদপুর শহর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জেলা জুড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ পুরো জেলা থেকে ৮জনকে গ্রেপ্তার করে। 

চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবির আন্দোলনকে ঘিরে চাঁদপুরে সহিংসতার ঘটনায় ৭টি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় ১৮ জুলাই রাত থেকে ২৮ জুলাই পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সংঘর্ষের ঘটনা ঘটলেও জেলার অন্যান্য উপজেলার বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জেলাজুড়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

এর আগে ১৯ জুলাই রাতে দেশব্যাপী কারফিউ জারির পর হাজীগঞ্জে পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু হয়।

এতে হাজীগঞ্জে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হন। পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে হানা দেয়। ফলে গ্রেপ্তার এড়াতে সবাই যে যার মতো আত্মগোপনে চলে যায়।

ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী তামিম খান বলেন, ২৮ জুলাই কারফিউ শিথিল থাকায় আমরা হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে মিছিল বের করি। মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

সেদিন চাঁদপুরে ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। যান চলাচল স্বাভাবিক ছিলো। পুলিশের ধরপাকড়ের কারণে আত্মগোপনে চলে যায় অন্দোলনকারীদের অনেকে।

এছাড়াও বন্ধ ছিলো মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড।

এর আগে ১৮ জুলাই বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের একাধিক স্থান এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি দোয়াভাঙ্গা ও হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এবং টোরাগড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। হাজীগঞ্জের ঘটনায় নিহত হন আগুনে পুড়ে যাওয়া কাভার্ডভ্যান চালকের সহকারী আবদুল মাজিদ (২৮)। এসব ঘটনায় চাঁদপুর সদরে দুটি, হাজীগঞ্জ চারটি ও শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোনালদোর হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে বড় জয় আল নাসরের
সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত
সুনামগঞ্জে জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি
কাঁধের ইনজুরিতে ছিটকে গেলেন ফোর্ড
ঢাকায় আন্তর্জাতিক যুব দিবস দৌড় ২০২৫ অনুষ্ঠিত
নওগাঁয় বিএনপি’র কর্মী সম্মেলন
ইনজুরিতে মাঠের বাইরে লেভানদোভস্কি
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আর আই এম আমিনুর রশিদের মৃত্যু : উপাচার্যের শোক
প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন
গণঅভ্যুত্থান পরবর্তী সম্প্রীতি ধরে রেখেছেন সুনামগঞ্জবাসী
১০