ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।
খালাস পাওয়া অন্যরা হলেন- ব্যারিস্টার মিনহানুর রহমান নাওমী, রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান ওরফে হাবিব ও রবিউল ইসলাম রবি।
আজ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেন।
আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ব্যারিস্টার মিনহানুর রহমান নাওমীর একটি ফোন আলাপ হয়েছে মর্মে স্বীকার করেন নাওমী।
তাদের ফোন আলাপে নেতা কর্মীদের এবং ৪০০/৫০০ জন ছেলে নিয়ে কুমিল্লা হাইওয়েতে আন্দোলন না করে ঢাকা চলে আসতে এবং ‘দ্রুত ঢাকা অচল করে দাও’ বলে যাহা একই বছরের গত ৪ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। উক্ত নির্দেশনায় গ্রেফতারকৃত আসামি ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী নির্দেশে ও অর্থায়নে অজ্ঞাতনামা আসামীরা ঢাকায় চলে আসে এবং শাহবাগ মোড় এলাকায় গাড়ি ভাংচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা সহযোগীরা সাধারণ ছাত্রদের শান্তিপূর্ণ ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ভিতর প্রবেশ করে সারা দেশে বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কাজে জড়িত হয়।
এ ঘটনায় ২০১৮ সালের ৫ আগস্ট ডিবি পুলিশের এস আই শামীম আহম্মেদ রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ২০২০ সালের ২৫ জানুয়ারি আমীর খসরুসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক আনিছুর রহমান। ২০২২ সালের ১৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।