মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের রায় ১৭ মে

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৫:০৪ আপডেট: : ১৩ মে ২০২৫, ১৬:৪৯
মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণ করেন। ছবি: বাসস

মাগুরা, ১৩ মে, ২০২৫ (বাসস) : মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম মাত্র ২১ দিনে সম্পন্ন হয়েছে। এ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ মে শনিবার।

আজ মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল এ তথ্য জানিয়েছেন ।

মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল সাড়ে ১০টায় যুক্তিতর্কের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। এতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। আদালতে চার আসামিকেও হাজির করা হয়।

মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ পান অ্যাটর্নি জেনারেলের মর্যাদাসম্পন্ন আইনজীবী এহসানুল হক সমাজী। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল প্রমাণ ও সাক্ষ্য বিবেচনায় তাদের অপরাধ প্রমাণিত হয়েছে। আমরা আশা করছি সর্বোচ্চ শাস্তি হবে। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্যও শোনা হয়।

আদালত সূত্র জানায়, গত ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং টানা শুনানিতে বিচারকাজ দ্রুত এগোয়। মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হয় ১৩ এপ্রিল এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

জানা যায়, ৬ মার্চ সকালে শিশুটি তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে ১৩ মার্চ সে মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের ফলে মৃত্যু ঘটানোর অভিযোগ, বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং শাশুড়ির বিরুদ্ধে আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০