নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২০:৫৯
আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে নগরীর কচুয়া চৌমুহনীতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : বাসস

কুমিল্লা, ২৩ অক্টোবর, (বাসস) : দেশে শান্তি, ন্যায় ও নীতি-আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে নগরীর কচুয়া চৌমুহনীতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘দেশে টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন নৈতিক নেতৃত্ব ও জবাবদিহিমূলক প্রশাসন। জনগণ চায় এমন বাংলাদেশ, যেখানে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।’

তিনি আরও বলেন, দল বা নেতৃত্বের পরিবর্তনের চেয়ে বড় বিষয় হলো চিন্তাধারা ও নৈতিকতার পরিবর্তন। সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক তৈরি হলে বাংলাদেশ হবে একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র।

দেশের উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও সুশাসন নিশ্চিত করতে নাগরিকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নীতি ও আদর্শের ভিত্তিতে দেশের অগ্রযাত্রায় সবাইকে অংশগ্রহণ করতে হবে।

সমাবেশে মুফতি ফয়জুল করীম কুমিল্লা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হারুনুর রশিদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিল্লাল হোসাইন এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি এনামুল হক মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মহানগর উপদেষ্টা আলহাজ কামরুল হাসান খান খোকন এবং সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা নুর হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মুফতি ফয়জুল করীমের নেতৃত্বে দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
১০