মানবতাবিরোধী অপরাধের বিচারের কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে: চিফ প্রসিকিউটর

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:৩৩ আপডেট: : ২০ মে ২০২৫, ১৭:৪৮
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস): জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে চিফ প্রসিকিউটর বলেছেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুমে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যেকোনা পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে।’

কোর্টরুমে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে চিফ প্রসিকিউটরের ফেসবুক পোস্টটি শেয়ার দিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘পুরো বিচার প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা উচিৎ। এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে। বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে। বিচারকের অনুমতিক্রমে সম্প্রচারের বিধান হলে, বিচারকগণ বিতর্কিত হতে পারেন। কোন অংশটুকু সম্প্রচারযোগ্য তা নির্ধারণ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হবে। এছাড়া এত বড় একটা বিচার তো স্বচক্ষে দেখার অধিকার সাধারণ মানুষের আছে। একই সঙ্গে বাংলাদেশের সকল আদালতের বিচার কাজ সরাসরি সম্প্রচার করা উচিৎ। এতে বিচার বিভাগের দুর্নীতি কমে যাবে। টাউট উচ্ছেদ হবে ও আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি পাবে। আইন পেশার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান
খাগড়াছড়িতে ৮৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন মুরশিদের শোক
মাছ ধরার নৌযান আটক করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ভেনেজুয়েলা
নাটোরে ৪ মণ গাঁজাসহ চারজন গ্রেফতার
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩
মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
বিদেশি শান্তি পরিকল্পনা থেকে সরে দাঁড়াল সুদান সরকার
১০