পুলিশের ওপর হামলা মামলায় ছয় ডাকাত দুই দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:২২

ঢাকা, ১৪ জুন, ২০২৫ (বাসস) : রাজধানীর পল্লবী থানাধীন কাঁচা বাজার এলাকায় পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানের উপর হামলার ঘটনায় করা মামলায় ছয় ডাকাতের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডের আদেশ হওয়া আসামিরা হলেন-আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজিব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুখ (৩৩), সুমন (১৯)।

তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১২ জুন পল্লবী থানাধীন কাঁচা বাজারে বাজার করতে যান ঈদের ছুটিতে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরিদপুরে জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। 

ওই দিন সকাল সাড়ে ১০ টায় মাংসের দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রসহ তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে মারধর করে তাঁর সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি, স্বর্ণের চেইন ও নগদ টাকাসহ মোট ১ লাখ ৪৬ হাজার টাকার ডাকাতি করে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার দিন হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা শেষে ৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করে ভুক্তভোগী পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। মামলার পর গতকাল পল্লবীর কাঁচা বাজার থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদপুরে এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ
সুনামগঞ্জে লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা বাড়লো
বাউফলে সড়কপথে শৃঙ্খলায় প্রশাসনের কঠোর অবস্থান
কুড়িগ্রামে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
ভারতের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
১০