ফরিদপুরে এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:৫৬
ছবি : বাসস

ফরিদপুর, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): ফরিদপুরে প্রতি কেজি গরুর মাংস মাত্র ১ টাকায় বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন মুফতি রায়হান জামিল।

অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে রায়হান জামিল এর পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেন রায়হান জামিল।

ফরিদপুর ৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী রায়হান জামিল জানান, এ কর্মসূচির আওতায় আপাতত ১০০ পরিবারের কাছে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরিব মানুষদের মধ্যে এই মাংস বিতরণ করা হয়।

মুফতি রায়হান জামিল আরও বলেন, গরুর মাংসের অতিরিক্ত দাম হওয়ার কারণে অসহায় মানুষের জন্য কুরবানি ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই তাদের জন্য মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে। আগেও আমি একটা কেজিতে সবজি বিক্রি করেছি। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।

তার এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
ঝটিকা মিছিলের চেষ্টা, হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : অধ্যাপক মুজিবুর রহমান
শুল্ক ও বিরল খনিজ নিয়ে উত্তেজনা প্রশমনে একমত ট্রাম্প ও সি
১০