
চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮) নামে দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের বদিউল আলম হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
গ্রেফতারকৃত আরফান উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়া ঘোনা এলাকার আব্দুল্লাহর ছেলে এবং মিরাজ উদ্দিন সোবহান সওদাগর বাড়ির নেজাম উদ্দিনের ছেলে।