জুলাই গণহত্যার কুশীলবদের বিচার চলতি বছরে শেষ হবে, আশাবাদ চিফ প্রসিকিউটরের

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২২:১৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): আগামী ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আজ এ আশা প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি, তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে ট্রাইব্যুনাল।

আশুলিয়ার ছয়জনের লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে আজ নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও লক্ষ্মীপুরে পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্য মামলায় গ্রেপ্তার তিন আসামিকে একই দিন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়। ট্রাইব্যুনালের আজকের বিচারিক কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

জুলাই গণহত্যার দায়ে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চানখারপুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০