জুলাই গণহত্যার কুশীলবদের বিচার চলতি বছরে শেষ হবে, আশাবাদ চিফ প্রসিকিউটরের

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২২:১৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): আগামী ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আজ এ আশা প্রকাশ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি, তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে ট্রাইব্যুনাল।

আশুলিয়ার ছয়জনের লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামিকে ২৮ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে আজ নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও লক্ষ্মীপুরে পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্য মামলায় গ্রেপ্তার তিন আসামিকে একই দিন ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়। ট্রাইব্যুনালের আজকের বিচারিক কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

জুলাই গণহত্যার দায়ে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী ৪ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চানখারপুলে ছয় হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বে ইতালির গোল উৎসব, জয় দিয়ে ফ্রান্সের শুরু
ইউএস ওপেনের ব্লকবাস্টার ফাইনালে আলকারাজ-সিনার মুখোমুখি
জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু কাল
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন
উদ্যোক্তা ময়নার মুনাফার অংশ যায় সমাজ কল্যাণে
গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প
আফগানিস্তানে ভূমিকম্প পরবর্তী কম্পনে আবারও বহু মানুষ আহত
পর্তুগালে ফিউনিকুলার দুর্ঘটনায় ১১ বিদেশিসহ নিহত ১৬
খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
১০