সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ববির বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৩৪
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। ফাইল ছবি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ৮৯ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ১২ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। আজ দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

এজাহার থেকে জানা যায়, তার বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি তার নামে ৩৯ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকার স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য প্রদান করেন। তার তিনটি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামির কোনো বৈধ ব্যবসা-বাণিজ্য ছিল না এবং তার আয়কর নথিতে প্রদর্শিত আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৬৬ লাখ টাকা। অথচ তিনি ৪ কোটি ৬৫ লাখ ২৬ হাজার টাকার সম্পদ ও ব্যয় করেছেন, যা তার বৈধ আয়ের তুলনায় প্রায় ৩ কোটি টাকা অতিরিক্ত।

এজাহারে বলা হয়েছে, আসামির প্রদর্শিত ব্যবসার কোনো বাস্তব অস্তিত্ব বা বৈধ উৎস না থাকায় এটি জ্ঞাত আয়ের বাইরে অর্জিত অবৈধ সম্পদ হিসেবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। একইসঙ্গে উক্ত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা, উত্তোলন ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইমের সেঞ্চুরিতে এগিয়ে রংপুর
আরিফুল-রনির সেঞ্চুরির পর রাকিবুলের বোলিংয়ে ভাল অবস্থায় ময়মনসিংহ
বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক
জুলাই গণঅভ্যুত্থানের পরও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে : নাছির
দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা
ক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
রাঙ্গামাটিতে বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে : ফরিদা আখতার
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট
এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ জয়ী কাবাডি দলকে আইজিপি’র ১০ লাখ টাকা পুরস্কার
১০